নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বিশেষ প্রতিবেদক ) : করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত লকডাউনে সারাদেশে সব ধরনের বিনোদন কেন্দ্র বন্ধ রাখার নির্দেশনা থাকার পরও সরকারি সে নির্দেশনা অমান্য করে নারায়ণগঞ্জ জেলার দুটি বিনোদন কেন্দ্র ফতুল্লা থানাধীন পঞ্চবটি অবস্থিত অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্ক আর নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় অবস্থিত বিআইডব্লিউটিএ চৌরঙ্গী ফ্যান্টাসি পার্ক ঈদের দিন থেকে ঈদের দ্বিতীয় দিনও পার্কটি জনসাধারণের জন্য খুলে দিয়েছে মালিকপক্ষ। সকলের অগোচরে কীভাবে কার অনুমতি নিয়ে খুলে দেয়া হলো পার্ক, এ নিয়ে নারায়ণগঞ্জ বাসীর মাঝে দেখা দিয়েছে নানা প্রশ্ন।
আজ ঈদের ২য় দিন ১৫ই মে শনিবার বিকালে সরেজমিনে দেখা যায়, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পঞ্চবটি অবস্থিত অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্ক আর নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় অবস্থিত বিআইডব্লিউটিএ চৌরঙ্গী ফ্যান্টাসি পার্কটি চালু রয়েছে। পার্কটি খোলা এবং সেখানে যে কেউ টিকিট কিনে অবাধে প্রবেশ করতে পারছেন। পার্কগুলোতে সব বয়সের নারী–পুরুষ ছাড়াও শিশুদের অবাধ বিচরণ দেখা গেছে। লোকজনের উপস্থিতিতে দেখে মনে হয়নি দেশে করোনাভাইরাসে ভয়াবহ রূপ নিয়েছে। পার্কে আসা লোকদের মুখে মাস্কও দেখা যায়নি। গাদাগাদি করে পার্কে প্রবেশ করেছে মানুষ।
নাম প্রকাশ না করার শর্তে এক দর্শনার্থী জানান, জেলা প্রশাসক (ডিসি) মো.মোস্তাইন বিল্লাহ করোনার কারনে নারায়ণগঞ্জের সব বিনোদন কেন্দ্র বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিলেন। কিন্তু অদৃশ্য ক্ষমতাবলে নারায়ণঞ্জের দুটি পার্ক খোলা রাখা হয়েছে। ঈদের দিন থেকে ঈদের দ্বিতীয় দিনও। যে পরিমান মানুষ বিনোদন কেন্দ্র দুটিতে ভিড় জমাচ্ছে, তাতে করোনা যে বাড়বে– সে বিষয়ে কোন সন্দেহ নেই, তাছাড়া কারো কোন স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। জেলা প্রশাসনের কর্মকর্তাদের কাছে অনুরোধ থাকবে পার্কটি বন্ধের ব্যবস্থা গ্রহন করুন। একই সাথে সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে পার্ক কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শান্তির দাবী জানাচ্ছি।
এদিকে, এর আগে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো.মোস্তাইন বিল্লাহ করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত লকডাউনে সারাদেশে সব ধরনের বিনোদন কেন্দ্র বন্ধ রাখার নির্দেশনার কারনে নারায়ণগঞ্জেও সব বিনোদন কেন্দ্র বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিলেন। কিন্তু অদৃশ্য ক্ষমতাবলে পার্ক দুটি খোলা রাখা হয়েছে।
এছাড়াও নাম প্রকাশ না করার শর্তে একাধিক দর্শনার্থী বলেন, প্রশাসনের তদারকি না থাকায় পার্ক কর্তৃপক্ষ সরকারি নির্দেশ অমান্য করে পার্ক চালু রাখার সাহস পেয়েছে। আবার অনেকের অভিযোগ প্রশাসনকে ম্যানেজ করে পার্ক চালু রাখা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার ইমরান মেহেদী সিদ্দিকী বলেন, পার্ক দুটি চালু রয়েছে এমন খবর আমাদের কাছে নাই। যদি চালু রাখে তাহলে অন্যায় করেছে। আমরা বিষয়টি খবর নিয়ে ব্যবস্থা নিবো।