নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে নগর জুড়ে এখনো শোভা পাচ্ছে মেয়রসহ কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী ফেস্টুন, বিলবোর্ড। গত সোমবার ১৪ নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। তফসিল ঘোষণা হলেও নগরী জুড়ে সাঁটানো সম্ভাব্য মেয়র-কাউন্সিলর প্রার্থীদের সকল ধরনের ব্যানার ফেস্টুন খুলে ফেলার নিয়ম থাকলেও কোন প্রার্থীকেই স্ব উদ্যোগে নিজেদের সাঁটানো ব্যানার ফেস্টুন অপসারন করতে দেখা যায়নি।
ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রোড, চাষাড়া, খানপুর, নিতাইগঞ্জসহ প্রধাণ সড়কের বিভিন্ন স্থানে এখনও এগুলো ঝুলিয়ে রাখাতে যেমনিভাবে বিনষ্ট হচ্ছে সৌর্ন্দয্য ও লঙ্গন হচ্ছে নির্বাচনী আচরন বিধি। তাই আগামী ৪৮ ঘন্টার মধ্যে এই সকল ফেস্টুন, ব্যানার অপসারন করতে সম্ভাব্য প্রার্থীদের নির্দেশ দিয়েছেন জেলা নির্বাচন কমিশন। পাশাপাশি এগুলো অপসারনে সিটি কর্পোরেশনকেও ইসির পক্ষ থেকে জানানো হয়েছে।
মঙ্গলবার ১৫ নভেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে নির্বাচনী আচরন বিধি পর্যবেক্ষনে বেরিয়ে প্রার্থীদের সাঁটানো ব্যানার ফেস্টুন গুলো দ্রুত অপসারনের নির্দেশ দিয়েছেন নাসিক নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মো: তারিফুজ্জামান।