সম্পন্ন হল বন্দর শিল্পকলা একাডেমির বিজয় উৎসব

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে আলোচনা,কবিতা,গান ও মঞ্চ নাটক অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ৩১ ডিসেম্বর বিকেল ৩টায় বন্দর উপজেলা অডিটরিয়ামে এ আয়োজন করা হয়।

মনোমুগ্ধকর এ আয়োজনে একাডেমীর সহসভাপতি এ্যাড. মাহমুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধণ ঘোষনা করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদ।

এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ¦ কাজিম উদ্দিন প্রধাণ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাসিক ২০নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন নুর,কলাগাছিয়া ইউনিয়ণ আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইব্রাহিম কাশেম, কলাগাছিয়া ইউনিয়ণ যুবলীগের সভাপতি রুহুল আমিনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

কবিতা আবৃতির মাধ্যমে অনুষ্ঠানের ১ম পর্ব সম্পন্ন হয়। এতে সঞ্চালনায় ছিলেন উপজেলা শিল্পকলা কার্য্যকরী সদস্য কবি রইস মুকুল এবং আবৃতিতে ছিলেন বাংলা টিভির সংবাদ পাঠক,উপস্থাপক ও আবৃতিকার কাজী সাঈদ, উপজেলা শিল্পকলা একাডেমীর সদস্য আবৃতি শিল্পী মাকসুদা ইয়াসমিন, কবি ও সাংবাদিক লতিফ রানা, মোয়াজ্জেম হোসেন নুর, সাইফুল্লাহ মাহমুদ টিটু, চয়ন মাহমুদ রাজ প্রমূখ।

২য় পর্বে একাডেমির যুগ্ম সম্পাদক সাইফুল্লাহ মাহমুদ টিটুর সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন কন্ঠশিল্পী মাহমুদা আক্তার, আশরাফ আলী, রাজকন্যা, আকলিমা আক্তার রত্না, মোয়াজ্জেম হোসেন নুর, ইউসুফ আলী খুকু, লিজা, নিশি, পিকে পারভেজ ও সাইফুল্লাহ মাহমুদ টিটু।

এছাড়াও শেষ পর্বে মঞ্চস্থ হয় মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক-লড়াই। প্রখ্যাত নাট্যকার আব্দুল হাই দূর্বার রচিত এ নাটকের মঞ্চ পরিবেশনায় নির্দেশক ছিলেন উপজেলা শিল্পকলা একাডেমির সিনিয়র সহ-সভাপতি ওবায়েদ উল্যাহ, প্রধাণ সহকারী পরিচালক ছিলেন মফিজুল রহমান মফিজ, মঞ্চ নিয়ন্ত্রনে মান্নান ও মাসুদ পারভেজ, আলোক সম্পাদনায় জুম্মান, সঙ্গীত পরিচালনায় মনির হোসেন, রুপসজ্জায় সুবল ও ভিডিও চিত্র ধারন করেন শিল্পকলা একাডেমীর সদস্য এম-রেফারেন্স টিভির সত্বাধিকারী মিতু মোর্শেদ এবং এমদাদুল হক মিলন ।

নাটকের বিভিন্ন চরিত্রে যারা ছিলেন, যথাক্রমে মোয়াজ্জেম হোসেন নুর, ফজলুল করিম, সিরাজুল ইসলাম, আল হাসান শুভ, নজরুল ইসলাম-১,কুদ্দুছ আলী, নজরুল ইসলাম-২ এবং উর্মি।

add-content

আরও খবর

পঠিত