নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জসহ সারাদেশ ব্যাপি অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা। এ বছর নারায়ণগঞ্জ জেলা হতে ১৫৭ টি কেন্দ্রে মোট ৫৫ হাজার ৩শ ২২ জন শিক্ষার্থী প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণ করবে। আগামীকাল ১৮ নভেম্বর রবিবার থেকে শুরু হয়ে চলবে ২৬ নভেম্বর পর্যন্ত প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। এ পরীক্ষা সকাল ১১টায় শুরু হয়ে চলবে দুপুর দেড়টা পর্যন্ত । প্রথম দিন এই পরীক্ষার বিষয় থাকবে ইংরেজি ।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর নারায়ণগঞ্জ জেলা হতে ১৫৭ টি কেন্দ্রে মোট ৫৫ হাজার ৩শ ২২ জন শিক্ষার্থী প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করবে। এর মধ্যে প্রাথমিক থেকে ৫১ হাজার ৬শ ৫ জন, ইবতেদায়ী থেকে অংশগ্রহণ করবে ৩ হাজার ৭শ ১৭ জন শিক্ষার্থী।
আগামী গত বছরের তুলনায় এ বছর ১ হাজার ৯শ ৯ জন পরীক্ষার্থী কম রয়েছে। গত বছর প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো ৫৭ হাজার ২শ ৩১ জন পরীক্ষার্থী। এর মধ্যে প্রাথমিক থেকে ৫৩ হাজার ৫শ ৭ জন, ইবতেদায়ী থেকে অংশ গ্রহণ করে ৩ হাজার ৭শ ২৪ জন শিক্ষার্থী।
এছাড়াও প্রথম দুই বছর বিভাগভিত্তিক ফল দেয়া হলে ও ২০১১ সাল থেকে গ্রেডিং পদ্ধতিতে সমাপনী পরীক্ষার্থীদেরফ ফল দেয়া হচ্ছে। আগে এ পরীক্ষার সময় দুই ঘণ্টা থাকলেও ২০১৩ সাল থেকে পরীক্ষার সময় আধ ঘণ্টা বাড়িয়ে আড়াই ঘণ্টা করা হয়।