নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জকে সবুজায়নের মাধ্যমে আরো বাসযোগ্য করে গড়ে তুলতে ভিন্নধর্মী প্রতিযোগিতার আয়োজন করেছে নারায়ণগঞ্জের জনপ্রিয় ফেসবুক গ্রুপ নারায়ণগঞ্জস্থান। তাদের এই আয়োজনে গাছগুলির স্পনসর করেছিলেন নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও চৈত্রাক ব্র্যান্ড। ৩০ আগস্ট শুক্রবার সকালে বৃক্ষ রোপন প্রতিযোগিতায় সবাইকে উদ্বুদ্ধ করতে চাষাঢ়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বৃক্ষ বিতরণ কর্মসূচির পালন করা হয়।
এ প্রসঙ্গে গ্রুপের এডমিন রিদওয়ান আমিন বলেন, বর্তমান সময়ে ইয়ং জেনারেশনের সবাই কম বেশি সময় ফেসবুকে ব্যয় করে। আর ফেসবুকের মাধ্যমে কিছুদিন পর পর একএক ধরণের চ্যালঞ্জ সবার সামনে আসে। চ্যালেঞ্জগুলো এক ধরনের ট্রেন্ডের মত হয়ে যায়। তাই বৃক্ষ রোপন কর্মসূচিটিও একটি চ্যালেঞ্জের মত করে সবার সামনে নিয়ে এসেছি। এর অংশ হিসেবেই আজকে ৩০০গাছের চারা সকলের মাঝে বিতরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, এমনিতেও অনেকে বৃক্ষ রোপন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। কিন্তু এমন চ্যালেঞ্জের মাধ্যমে যদি দেওয়া হয় আহলে সবাই বৃক্ষ রোপনে আরো বেশি আগ্রহী হবে। এবং আমরা এখনো পর্যন্ত যথেষ্ট সারা পাচ্ছি। আমরা বিশ্বাস করি এর মাধ্যমে নারায়ণগঞ্জে সবুজায়ন বৃদ্ধি পাবে এবং আরো সুন্দর এবং বাসযোগ্য একটি নারায়ণগঞ্জ শহর আমরা তৈরী করতে পারব।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জস্থান গ্রুপের এডমিন আরেফিন রওশন হৃদয়, মেহেরাব হোসেন অপু, রিদওয়ান আমিন, মডারেটর অভিজিৎ সাহা, সামসুর রহমান, সাঈদ সানি, শারফারাজ সুলতান। আয়োজনে নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গা থেকে আসা নারায়ণগঞ্জবাসীর মাঝে ৩০০টি গাছের চারা বিতরণ করা হয়। এসব গাছের মধ্যে ছিল ফুল, ফল ও ওষুধি গাছ।