সবসময়ই আমার হৃদয়ে আছ আব্বু : আফরিন ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ সিফাত আল রহমান লিংকন ) : নারায়ণগঞ্জ-৫ আসনের  সর্বাধিক বার জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রয়াত জননেতা আলহাজজ্ব নাসিম ওসমানের একমাত্র সুযোগ্য কন্যা আফরিন ওসমান বলেছেন, এটি আমার জন্য দীর্ঘ পথ ছিল। চার বছর পর নিজেকে একজন ইন্টেরিয়র আর্কিটেক্ট বলতে পারি। সকল প্রশংসা আল্লাহর। ধন্যবাদ আব্বুকে তোমার অনুপ্রেরণার জন্য। যদি এখানে আজ তুমি আমার সাথে থাকতে! তবুও তুমি সবসময়ই আমার হৃদয়ে আছ আব্বু। তোমাদেরও অনুপ্রেরণার জন্য ধন্যবাদ আম্মু ও ইফতেখার। গতকাল ২৯ এপ্রিল শনিবার শিক্ষাজীবনের সাফল্যের জন্যে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তিনি এমনি করে এক আবেগময় অনুভূতি প্রকাশ করেন।

মালেয়শিয়ার স্বনামধন্য লিমককউইং বিশ্ববিদ্যালয় থেকে ইন্টেরিয়র আর্কিটেক্ট বিষয়ে তিনি গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। শনিবার সিক্স সিজন হোটেলে গ্fউন পড়িয়ে তাকে সংর্বধনা জানানো হয়েছে। এসময় তার সাথে ছিলেন তার মা পারভিন ওসমান ও তার স্বামী ইফতেখাইরুল ইসলাম। যার বেশ কিছু ছবিও এর সাথে যুক্ত করা হয়। তার এই সাফল্যে অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন মা পারভিন ওসমান, স্বামী ইফতেখাইরুল ইসলাম, বড় ভাই আলহাজ্ব আজমেরী ওসমান ও ভাবি সাবরিনা ওসমান জয়া ও পরিবারের অন্যান্য সদস্যরা।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ-৫ আসনের ইতিহাসে সর্বাধিক বার জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রয়াত জননেতা আলহাজজ্ব নাসিম ওসমানের তৃতীয় মৃত্যু বার্ষিকী  আজ। নারায়ণগঞ্জের প্রাণপুরুষ সাবেক এই সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ.কে.এম নাসিম ওসমান ২০১৪ সালের এই দিনে ভারতের দেরাদুনে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।  তিনি গরিব দুঃখি, মেহনতি মানুষের খুব আপনজন ছিলেন। মহান এই  নেতা নাসিম ওসমানের কাছে যে কোন শ্রেণী পেশার মানুষ তার সমস্যার কথা বলেছেন। আর এই মহান নেতা তাদের সকল সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনতেন এবং তাৎখনিক তাদের সমস্যা সমাধানের জন্য সংস্লিষ্ট ব্যাক্তিদের নির্দেশ দিতেন। রাজনৈতিক দল হিসেবে নাসিম ওসমান জাতীয় পার্টির হলেও তিনি ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। এই মহান নেতার অকাল মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা সহ উপজেলাধীন বন্দরের লাখো মানুষ অভিভাবকহীন হয়ে পড়েছে। একজন জন প্রতিনিধি ছাড়া ও তিনি ছিলেন আধ্যাতিক জগতের মানুষ । আল্লাহ্ রাসুল ভক্ত নাসিম ওসমানকে সকলেই মনে প্রাণে আজও তাকে বিসম্র শ্রদ্ধ্যায় স্বরণ করে।

add-content

আরও খবর

পঠিত