নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : আবারও অশান্ত হয়ে উঠছে ফতুল্লার কাশীপুর হাশেমবাগ। গত কয়েকদিনে সন্ত্রাসীদের সশস্ত্র মহড়ায় ফের ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। গত বছর এই কিশোর গ্যাং এর হাতে নৃশংসভাবে প্রাণ হারায় শাকিল নামের এক যুবক। তখন এসব উঠতি সন্ত্রাসীদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠে এলাকাবাসী। প্রশাসনও তৎপর হয়। পরবর্তীতে শাকিল হত্যা মামলার প্রধান আসামী কিলার তুহিন পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মারা যায়।
কিন্তু কিলার তুহিন বাহিনীর অন্যান্য সদস্যরা জামিনে বেরিয়ে এসে এলাকায় আতঙ্ক ছড়াতে শুরু করেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ওইসব সন্ত্রাসীরা এলাকায় সশস্ত্র মহড়া দিয়েছে। এলাকার কয়েকটি কয়েকটি বাড়ি-ঘর ও এলাকার নামফলক কুপিয়ে আতঙ্ক ছড়ায়।
স্থানীয় কয়েকজনের অভিযোগ, শাকিল হত্যার পরে পুলিশের তৎপরতায় তুহিন বাহিনী দমে যায়। কিন্তু ওই বাহিনীর কয়েকজন সদস্য আবারও জামিনে এসে এলাকায় সন্ত্রাস শুরু করেছে। বিষয়টি পুলিশ প্রশাসনের গুরুত্ব দিয়ে দেখা উচিত।
স্থানীয়দের আরও অভিযোগ, হাশেমবাগ এলাকায় যুবলীগের এক নেতার ছত্রছায়ায় মাদক ব্যবসা, ছিনতাই, সন্ত্রাসী কার্যক্রম হয়৷ মায়ের নাম দিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠা করে এর আড়ালে সকল অপকর্ম করে যাচ্ছেন তিনি। সন্ধ্যা হলেই সেই মাদ্রাসার সামনে মাদক ব্যবসায়ীদের আড্ডার কারণে জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, বিষয়টি খোঁজ-খবর নিয়ে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।