নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( মো. দ্বীন ইসলাম ) : ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি ইমাম হাসান-২ লঞ্চ থেকে শিশু নদীতে পড়ে গেলে সন্তানকে বাঁচানোর জন্য মা নদীতে ঝাঁপিয়ে পড়ে। এখন মা-শিশু দুইজনই নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারের জন্য এক যাত্রী তাৎক্ষণিক ৯৯৯ এ কল দিয়ে মা-বাচ্চাকে উদ্ধারের জন্য সাহায্য চাইলে ফায়ার সার্ভিস এর ডুবুরী দল মেঘনা নদীর মোহনপুর এলাকায় তল্লাশী চালিয়ে যাচ্ছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১.৩০ মিনিটে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্য ছেড়ে আসা এমভি ইমাম হাসান-২ লঞ্চটি বিকাল ৪টায় মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে আসলে চলন্ত অবস্থায় লঞ্চ থেকে একটি শিশু নদীতে পড়ে যায়। শিশুটিকে বাঁচাতে তার মা পানিতে ঝাঁপিয়ে পড়ে। এখন পর্যন্ত দুজনই নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী দল নদীতে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন। মতলব উত্তর উপজেলার নির্বাহী অফিসার শারমিন আক্তার উদ্ধার অভিযান পরিদর্শন করে উদ্ধার অভিযান জোরদার করার তাগিদ দেন। এ সময় তিঁনি সকলের সহযোগিতা কামনা করেন।