নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ জেলা পরিষদ এর প্যানেল চেয়ারম্যান এ্যাড.মাহমুদা মালা বলেছেন, শারদীয় দূর্গাপুজা এলেই প্রতিটি পুজামন্ডপে অনুদান দিলেই চলবেনা। সনাতন ধর্মাবলম্বী সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াতে হবে। তাদের স্বাবলম্বী করে তুলতে হবে। তাহলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবে রুপান্তরিত হবে।
শনিবার (৫ অক্টোবর) বেলা ১০ টায় বন্দর ইউনিয়নের ব্রম্মপুত্র নদ সংলগ্ন শ্রীশ্রী পরেশ সাধুর আশ্রম’এ শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন,ব্রম্মপুত্র নদ ঘেষে অনেক ঐতিহ্য রয়েছে। রয়েছে হাজার বছর পূর্বের লাঙ্গলবন্ধ স্নান। রয়েছে অনেক পুরাকীর্তি। এ ঐতিহ্য আমাদের ধরে রাখতে হবে। সকলে একত্রিত হয়ে ভ্রাতৃত্ব বন্ধন বজায় রেখে ধর্ম যার যার উৎসব সবার এই শ্লোগানকে সবার মাঝে ছড়িয়ে দিয়ে আসুন একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞা করি।
আশ্রম পরিচালনা কমিটির সভাপতি বাবু শংকর চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ইন্সপেক্টর (তদন্ত) আজহারুল ইসলাম,২১নং ওয়ার্ড আ’লীগ নেত্রী রাশিদা বেগম,আওয়ামীলীগ নেতা ইকবাল,দায়েন ও আশ্রমের নেতৃবৃন্দ।