সনমান্দী ইউনিয়নে ১ম দিনে টিকা নিলেন ৬০০ জন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি, কামাল ) : সোনারগাঁয়ে সনমান্দী ইউনিয়নে ৬০০ ব্যাক্তিকে টিকদান প্রদান করা হয়েছে । ৭ই আগস্ট শনিবার সকাল ৯টায় ২৫ বয়সী থেকে শুরু করে সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ টিকা প্রদানের কার্যক্রম উদ্বোধন করেন। স্বাস্থ্যবিধি মেনে সুন্দর পরিবেশের মাধ্যমে সনমান্দী ইউনিয়নে ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ভ্যাকসিন প্রদান করা হয়েছে।

এদিকে সুষ্ঠু পরিবেশে টিকা নিতে পেরে সকলে খুশি। টিকা কার্যক্রম পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসন মো. শামীম বেপারী, সোনারগাঁ উপজেলা নির্বাহি অফিসার আতিকুল ইসলাম। টিকা কেন্দ্রের দায়িত্ব ছিলেন শাহানারা আক্তার, সহকারী স্বাস্থ্য পরিদর্শক সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্স।

এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার, সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আমিনুল হক, সাবেক ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম খোকন, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জামাল হোসেন, আওয়ামীলীগ নেতা খোরশেদ আলম, শিপন আহমেদ ফয়েজ, সাইফুল ইসলাম মেম্বার, শহিদুল্লাহ, ফজলুল হক মেম্বার, তোতা মেম্বার, শহীদ বাদশা, খাদিজা মেম্বার, সনমান্দী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আলী, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বজলু, নিয়ন সুমন, হাফেজ মো. সোহান মোল্লা, সোহেল সরকার, ইউপি সচিব বদরুজ্জামান, সোহেল, ঈমানেরকান্দী সমাজ কল্যাণ সংগঠন এর সভাপতি সাইফুর রহমান, সহ সভাপতি আব্দুল গাফ্ফার, কোষাধক্ষ্য মো. মোছা মিয়া, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, পরিবেশ বিষয়ক সম্পাদক আবুর হাসনাত, ক্রীড়া বিষয়ক সম্পাদক আজিজুর রহমান, হৃদয়, সুলতান সহ প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত