সদস্য সংগ্রহের মাধ্যমে উদ্বোধন হলো দাওয়াতী মাস

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : সদস্য সংগ্রহের মাধ্যমে শুরু হয় দাওয়াতী মাস। পুরো মার্চ মাস ব্যাপী চলবে বিশেষ দাওয়াতী কার্যক্রম। আজ ১লা মার্চ মঙ্গলবার বিকাল ৪টায় প্রেস ক্লাব চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুহা. নুর হোসেনের সভাপতিত্বে পীর সাহেব চরমোনাই ঘোষিত দাওয়াতী মাস উদ্বোধন করা হয়। সুখ, সমৃদ্ধি, শান্তিপূর্ণ ও ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বস্তরের মানুষকে ইসলামী আন্দোলনের ছায়াতলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য উদ্বুদ্ধ করা হবে।

প্রচার ও দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ বিলাল হোসাইন খানের পরিচালনায় দাওয়াতী মাস উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সহ সভাপতি মুহা. শাহাদাত হোসেন, সেক্রেটারি সুলতান মাহমুদ, অর্থ ও প্রকাশনা সম্পাদক মুহা. আমির হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুহা. মেহেদী হাসান, ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর প্রচার সম্পাদক আরিফুর রহমান সহ প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত