সদর ও বন্দর বিভিন্নস্থানে সাংসদ নাসিম ওসমানকে শ্রদ্ধাভরে স্মরণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ সদর ওnarayanganjbarta24.com বন্দর উপজেলার বিভিন্নস্থানে প্রয়াত সাংসদ বীরমুক্তিযোদ্ধা নাসিম ওসমানকে শ্রদ্ধাভরে স্মরণ করেছে নেতাকর্মীরা। চর্তূথদিনের কর্মসূচী হিসেবে শনিবার (৪ মে) সকাল থেকেই কোরআন তেলোয়াত ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ উপলক্ষে সকল স্পটেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারভীন ওসমান। বৃষ্টি উপক্ষো করে ফতুল্লা, চাঁনমারী, বন্দর উইলসন রোড, একারমপুর, দক্ষিণ লক্ষনখোলা, গলাচিপা রূপারবাড়ি, ডিআইটি সহ বিভিন্ন সপ্টে নাসিম ওসমানের রুহের মাগফিরাত কামনায় দোয়ায় অংশ নেন ও খাবার বিতরণ করেন। প্রয়াত স্বামী নাসিম ওসমানের স্মৃতিচারণে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।

ওইসময় পারভীন ওসমান বলেন, একজন মানুষ মারা গেলে মানুষ খুব সহজেই ভুলে যায়। কিন্তু আমি এমন একজন মানুষের স্ত্রী যার মৃত্যুর ৫ বছর পরও আপনারা তাকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছেন, তার জন্য দোয়া করছেন। এমন মানুষের স্ত্রী হয়ে সকলের শ্রদ্ধায় আমি গর্ববোধ করি । আমি নারায়ণগঞ্জ সদর ও বন্দর বাসীর প্রতি ঋণি।narayanganjbarta24.com

এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, নাসিম ওসমান স্মৃতি দুস্থ্য ও জণকল্যান ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন, জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ জেলার সভাপতি শাহাদাৎ হোসেন রুপু, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের, সাধারণ সম্পাদক মোস্তফা ভান্ডারী, কোষাধ্যক্ষ মো. মোস্তফা মিয়া, দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক তুলসি ঘোষ, নিজাম, শাওন, কাদির প্রমুখ।

নাসিম ওসমান পত্নী পারভীন ওসমান বলেন, উনি খুব ভালো মানুষ ছিলেন। যেভাবে আপনারা দোয়া করছেন, উনি আপনাদের দোয়ায় জান্নাতবাসী হবেন। প্রয়াত সাংসদ নাসিম ওসমানের কথা বলে শেষ করা যাবেনা। তার কথা বলতে গেলে অনেক সময় লাগবে। উনি সাধারণ মানুষের প্রাণের নেতা ছিলেন। narayanganjbarta24.comসবসময়ই তিনি কর্মীদের নিয়ে ভাবেন। আজ উনি নেই আপনারা যেভাবে স্মরণ করেন, এটাতেই আপনাদের ভালবাসার বহি:প্রকাশ। আপনারা আমার ছেলে আজমেরী ওসমান ও পরিবারের সকলের জন্য দোয়া করবেন। আমি আমার পরিবার সবসময়ই আপনাদের পাশে আছি। আগামীতে আমি বেচেঁ থাকবো কিনা তা জানিনা। তবে এটাই বলব, যে নেতার আদর্শকে আপনারা ধারণ করছেন। তার নীতি আপনারা ধরে রাখবেন। তিনি অনেক ত্যাগ স্বিকার করেছেন। আপনারাও মানুষের জন্য কাজ করবেন।

বিভিন্নস্পটে ওইসময় উপস্থিত ছিলেন, গলাচিপা রূপারবাড়ির আয়োজনে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি মো. রবিউল হোসেন, ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান, জাতীয় পার্টি নেতা রুহুল আমিন, আওয়মীলীগ নেতা আব্দুর রশিদ, মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, ১৩ নং ওয়াড যুবলীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, দেলোয়ার,narayanganjbarta24.com আনু, জুয়েল, চানঁমারি আয়োজনে সেন্টু, বন্দর উইলসন রোডের আয়োজনে জাতীয় পার্টি নেতা শাহালম, রাসেল প্রধান, একরামপুর পৌরসভার  আয়োজনে ছাত্রলীগ নেতা মাইকেল বাবু, দক্ষিন লক্ষনখোলায় জাতীয় ছাত্র সমাজ নেতা নীলয় শাহা, জাতীয় ছাত্র সমাজ এর ২৫ নং ওয়ার্ড সাবেক সভাপতি মাহমুদুল হাসান জনি, সাওন, রাজিব।

add-content

আরও খবর

পঠিত