নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : রাজু প্রধানের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৬ আগস্ট শনিবার বিকালে চাষাড়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালন করে। কাশিপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ডবাসীর ব্যানারে এসময় স্থানীয়রা এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে।
বক্তারা এসময় বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। যেটা সত্য সেটি লিখবেন। কিন্তু আপনাদের একটি ভুল তথ্যে একটি মানুষের জীবনে অনেক ক্ষতি হতে পারে। রাজুকে নিয়ে একটি মহল ষড়যন্ত্র করছে। মিথ্যা মামলা দিয়েও হয়রানি করেছে। আপনাদের সত্য লিখার মাধ্যমে প্রশাসনকে জানাতে চাই। যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে বিচার করা হয়। এসময় উপস্থিত ছিলেন, রাজু প্রধান, রিয়াজ প্রধান, হাবিবুল্লাহ জাহাঙ্গির, মীর মোহাম্মসদ আলীসহ অন্যানরা।