সংখ্যালঘু বলতে কিছু নেই : আনোয়ার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি তথা জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেছেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কিংবা মুসলমান এদের মধ্যে কোন মধ্যে পার্থক্য নেই। আমরা সবাই এক। আমাদের আসল পরিচয় আমরা মানুষ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে নিয়ে কাজ করতে চান। তিনি সবাইকে নিয়েই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বে আজকে আমাদের দেশ উন্নয়নের মহাসড়কে দাঁড়িয়ে এসেছে। তিনি হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান তাদেরকে সংখ্যালঘু বললে কষ্ট পান। আসলে সংখ্যালঘু বলতে কিছু নেই। ৬ অক্টোবর রবিবার বিকালে বন্দর থানায় আয়োজিত শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, একাত্তরের যুদ্ধে  সকল ধর্মের লোকেরাই মিলিতভাবে এদেশকে স্বাধীন করেছে তাদেরকে ভিন্ন করে দেখার কিছু নেই। অতএব ধর্ম যার যার উৎসব সবার। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আইন-শৃঙ্খলা বাহিনী এই শারদীয় দুর্গোৎসবকে সফল করতে যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করেছে। এখনো পর্যন্ত সারাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আমরা দুর্গাপূজার সাফল্য কামনা করি।

পূজা মন্ডপ পরিদর্শনকালে আনোয়ার হোসেন ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সদস্য তথা বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন, নারায়ণগঞ্জ মহানগর যুব মহিলা লীগের সভা নেত্রী নুরুন্নাহার সন্ধ্যা, কদম রসূল পৌর আওয়ামী লীগের সভাপতি সামসুজ্জামান জামান, ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কাজী শহীদ, এম এ কাইয়ুম, শফিউল্লাহ, সিমা সুলতানা সিমলা, ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আজিজুল হাকিম, দেওয়ান মোহাম্মদ আলী, বন্দর থানা পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর চন্দ্র দাস সহ আরো অনেকে।

add-content

আরও খবর

পঠিত