শ্রী শ্রী লক্ষন সাধুর ৮৪-তম তিরোধান উৎসব পালিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : প্রতি বছরের ন্যায় এই বছর ও পাগলায় লক্ষন সাধুর মন্দিরে সিদ্ধ মহাপুরুষ শ্রী শ্রী লক্ষন সাধুর ৮৪-তম তিরোধান উৎসব পালিত হয়েছে। আজ ২৮ ডিসেম্বর বুধবার সকাল থেকে রাত পর্যন্ত ফতুল্লার পাগলা এলাকায় অবস্থিত উক্ত মন্দির প্রাঙ্গণে মহাপুরুষ লক্ষন তিরোধান দিবসে উপলক্ষে সমাবেশ ঘটে হাজারো ভক্তের।

প্রতি বছরের মতো এই বছর ও পালিত হলো লক্ষন সাধুর তিরোধান উৎসব। এই উৎসব উপলক্ষে লক্ষন সাধুর মন্দির কমিটির অষ্টকালীন কীর্তন আয়োজন করা হয়েছে। এ সময়ে উপস্থিত ছিলেন শ্রী শ্রী লক্ষন সাধুর মন্দিরের সভাপতি শিবু দাস, সহ-সভাপতি মনোরঞ্জন দাস, ডাক্তার অনিল, পরিমল মন্ডল সাধারন সম্পাদক চন্দ্রনাথ বাড়ৈ, সহ সাধারন সম্পাদক রবি মন্ডল, রিপন মন্ডল, ক্যাশিয়ার দিলীপ সরকার, রাম প্রসাদ, সহকারী ক্যাশিয়ার দুলাল রাজবংশী, দিলীপ মন্ডল, রিপন সহ প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত