শ্রমিক অসন্তুষ্ট, বিক্ষোভে চাষাঢ়ার শহীদ মিনারে শ্রমিকদের ঢল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগেঞ্জে ভি টেক গার্মেন্টস এর শ্রমিকদের বিক্ষোভে চাষাঢ়ার শহীদ মিনারে শ্রমিকদের ঢল। ১৬ ফেব্রুয়ারী মঙ্গল বার বিকাল ৩ টায় শ্রমিকদের বেতন ভাতা অতিরিক্ত শ্রম অনুযায়ী না দেওয়া কে কেন্দ্র করে এই বিক্ষোভটি চালিয়ে যাচ্ছে উক্ত গার্মেন্টেসের শ্রমিকবৃন্দ। নাম জানাতে অনিচ্ছুক এক শ্রমিক নারায়ণগঞ্জ বার্তা ২৪ কে জানায়, প্রায় র্দিঘ দিন যাবত অনেক অত্যাচার নিপিড়ন সহ্য করে আমরা ভি টেক গার্মেন্টসে কাজ করে যাচ্ছি। অতিরিক্ত শ্রম অনুযায়ী আমাদেরকে কাজের মজুরি দিচ্ছেনা। আমাদের দিয়ে ৩ গুন বেশী কাজ করানো হয় কিন্তু বেতন বাড়ায় না। প্রতিবাদ করতে গেলে চাকরি ছেড়ে চলে যেতে বলে।12736044_952836044801662_1577847992_n

জানা যায়, ইসা খা সড়কের কিল্লার পুল এলাকায় মালিক শাহারিয়ার, মনির এই ভি টেক গার্মেন্টস লি: নামক গার্মেন্টসটি পরিচালনা করে আসছেন।

পরে সকল শ্রমিকগণ তাদের ন্যায্য পাওনার দাবীতে বি.কে.এম.ই.এ-র সামনে মানব বন্ধন করে অবস্থান নিয়েছে।

এ ব্যাপারে বি.কে.এম.ই.এ-র সহ-সভাপতি (অর্থ) জি.এম ফারূক নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর প্রতিবেদক কে জানায়, শ্রমিকদের বিক্ষোভ! এ বিষয়ে আমি অবগত নই। আর কোন মালিকের ই উচিৎ না অতিরিক্ত কাজ করানো। শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের কর্মের উপর ভিত্তি করে অবশ্যই তাদের পাওনা বুঝিয়ে দিতে হবে। তবে অভিযোগ থাকলে তাদের অবশ্যই একটি নিয়মে আসতে হবে। শ্রমিক ও শ্রমিক নেতাদেরকে একটি লিখিত দরখাস্ত দিয়ে আমাদেরকে অবগত করলে আমরা অবশ্যই ব্যবস্থা নিবো।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত