নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : না:গঞ্জ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল বলেছেন, শ্রমিক অর্থনীতির প্রাণ, তাই শ্রমিককে তার ন্যায্য অধিকার বুঝিয়ে দিন। তিনি আরও বলেন, অর্থনীতির চাঁকাকে সচল রাখতে শ্রমিক প্রচুর পরিশ্রম করে, তাই তাদেরকে বঞ্চিত করবেন না। শুধু মে দিবসে আলোচনা করলেই দায়িত্ব শেষ হয়ে যায়না। আমাদের প্রত্যেককে যার যার অবস্থান থেকে শ্রমিকদের জন্য কাজ করতে হবে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে কলকারখানা বন্ধ হয়না, বরং চালু হয়। জননেত্রী শেখ হাসিনার সরকার, শ্রম বান্ধব সরকার হিসেবে শ্রমিকদের জন্য কাজ করে যাচ্ছে। তাই আমি না:গঞ্জ জেলা তাঁতী লীগের সকলকে বলব আসুন আমরা শেখ হাসিনার নেতৃত্বের হাতকে শক্তিশালী করতে কাজ করি, কারণ তাঁতী লীগ সহ সকল সহযোগী সংগঠনগুলো শক্তিশালী হলেই শক্তিশালী হবে আওয়ামীলীগ।
না:গঞ্জ জেলা তাঁতী লীগের সভাপতি, জেলা আইনজীবী সমিতির সাবেক সা. সম্পাদক ও মিডিয়া ব্যক্তিত্ব এড. হাসান ফেরদৌস জুয়েলের সভাপতিত্বে ও না:গঞ্জ জেলা তাঁতী লীগের সা. সম্পাদক জসিম উদ্দিন আহমেদ চৌধুরীর সার্বিক সহযোগীতায় সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জের হাজ্বী রজ্জব আলী সুপার মার্কেটে অত্র সংগঠনের জেলা কার্যালয়ে মে দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিপি বাদল উপরোক্ত কথাগুলো বলেন।
আলোচনা সভা শেষে উপস্থিত তাঁতী লীগের নেতা-কর্মীদের নিয়ে মে দিবস উপলক্ষ্যে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চিটাগাংরোডে একটি র্যালী বের করা হয়। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ালীগের সহ-সভাপতি ছাদেকুর রহমান, না’গঞ্জ জেলা তাঁতী লীগের কার্যকরী সভাপতি দেওয়ান কামাল হোসেন উপস্থিত ছিলেন।
তাছাড়া ঢাকা মহানগর (দক্ষিণ) তাঁতী লীগের সাধারণ সম্পাদক তুষার আহম্মেদ টুকু ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক খোরশিদ আলম এমলাক, গ্রীস আ:লীগের সভাপতি রিপন ফকির, বংশাল থানা তাঁতী লীগের সভাপতি নাসিমুল হক, না’গঞ্জ জেলা তাঁতী লীগের সহ-সভাপতি ডাঃ হুমায়ুন কবীর পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত ওসমান সরকার রিপন, সৈয়দ নুরুল ইসলাম নূরু ও শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন মাছুম, তাঁত ও বস্ত্র বিষয়ক সম্পাদক বদিউজ্জামান প্রধান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হৃদয় আহম্মেদ চৌধুরী, সদস্য রিপন মল্লিক, লিয়াকত হোসেন মেম্বার, হানিফ হাওলাদার সহ সোনারগাঁও, বন্দর, ফতুল্লা, সদর, রূপগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও না’গঞ্জ মহানগর তাঁতী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।