শ্রমিকলীগ নেতার বাড়ি থেকে ফেনসিডিল সহ ছেলে গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে নুরুল ইসলাম নামের এক শ্রমিকলীগ নেতার বাড়িতে অভিযান পরিচালনা করে ৪০ পিস ফেনসিডিলসহ তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। ২৯ অক্টোবর মঙ্গলবার বিকালে উপজেলার গোলাকান্দাইল উত্তরপাড়া এলাকা থেকে ওই শ্রমিকলীগ নেতার ছেলে রুবেল (৩০) কে গ্রেফতার করা হয়। নুরুল ইসলাম নিজেকে গোলাকান্দাইল ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি পরিচয় দিয়ে আসছেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, গোলাকান্দাইল উত্তরপাড়া এলাকায় অবস্থিত শ্রমিকলীগ নেতা নুরুল ইসলামসহ পরিবারের সদস্যরা দীর্ঘ দিন ধরে ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছে বলে পুলিশের কাছে সংবাদ ছিলো। পুলিশ জানতে পারেন, নুরুল ইসলামের বসত-ঘরে বিপুল পরিমান ফেনসিডিল বেচা-কেনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে পুলিশ নুরুল ইসলামের বসত-ঘরে তল্লাশি চালায়। এসময় ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসময় নুরুল ইসলামের ছেলে রুবেলকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে টের পেয়ে অন্য সদস্যরা পালিয়ে যায়। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অপর দিকে, ইভটিজিং ও মাদক সেবনের দায়ে বিল্লাল হোসেন নামের একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম এ দন্ড প্রদান করেন। বিল্লাল হোসেন বলাইখা এলাকার মৃত শাহাদুল্লাহর ছেলে।

add-content

আরও খবর

পঠিত