শ্রমিককে জবাই করে হত্যা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : আড়াইহাজারে একটি হোন্ডা গ্যারেজের শ্রমিককে জবাই করে গ্যারেজের মধ্যে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে ৭ অক্টোবর সোমবার রাতে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের আসোয়াট এলাকায় ।

পুলিশ জানায়, আসোয়াট এলাকার আলম মোল্লার ছেলে জুয়েলের হোন্ডা গ্যারেজের দুই কর্মচারী পারভেজ ও সুমন প্রতিদিনের মতো গ্যারেজে রাত্রি যাপন করে। ৮ অক্টোবর মঙ্গলবার সকালে গ্যারেজের তালা দেওয়া দেখে মালিক জুয়েল তার দুই শ্রমিক খুজাখুজি করে না পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ গ্যারেজের তালা ভেঙ্গে ভিতর থেকে শ্রমিক পারভেজের জবাই করা লাশ উদ্ধার করে। নিহত পারভেজ ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার মাইজবাগ এলাকার তারা মিয়ার ছেলে। ঘটনার পর পারভেজের সাথে থাকা অপর শ্রমিক সুমন রাত থেকে নিখোজ রয়েছে। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, সহকর্মী সুমনকে আটক করতে পারলে হত্যার রহস্য বেরিয়ে আসবে।

add-content

আরও খবর

পঠিত