নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্পোর্টস রিপোর্টার ) : শেষ ওভারে দরকার ১৩ রান। কিন্তু পারলো না ইসদাইর চন্দা স্পোর্টিং ক্লাবের আল আমিন মিয়া। অপর প্রান্তে বোলার সালাউদ্দিন শাকিল। তার শেষ স্পেলে মাত্র ২ রান। ১ টি লেগবাই অপরটি সিঙ্গেল। ৯ রানের দম বন্ধ করা ম্যাচ জিতলো নাসিম ওসমান এমসিএ। প্রাণ ভরে উপভোগ করলো দর্শকরা দুই দলের খেলা দেখে। ২১শে ফেব্রুয়ারি সোমবার সকালে সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট মাঠে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে ৯ রানের ব্যবধানে হার মানে ইসদাইর চন্দা স্পোর্টিং ক্লাব।
সকালে টস জিতে নাসিম ওসমান এমসিএ ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ৫০ ওভারে তারা ২৭১ রান তোলে ৯ উইকেট হারিয়ে। একসময় মনে হয়েছিল তাদের স্কোর ৩শর ঘরে পৌঁছবে। কিন্তু সাদ্দাম ৬৮ রানে আউট হয়ে গেলে তা আর এগুইনি। ৭ বাউন্ডারি ও ৪ ছয়ে সাজানো ছিল তার ইনিংস। ওপেনার দিদার ইমরান আউট হন ৪ চার ও ২ ছয়ে ৩৯ রানে। মুনাফ আলী ২ চার ও ২ ছয়ে ২৮ রান করেন। জামাল ফিরেন ১ চারে ২৮ রানে। বিপ্লব ৩ চার ও ১ ছয়ে ২২ রান করেন। লিমন ফিরেন ২ চারে ২০ রানে। রাকিব আউট হন ২৮ রানে। অতিরিক্ত থেকে যোগ হয় ৩২ রান। ইসদাইর চন্দার রাসেল ৫৫ রানে ৪টি এবং মনিরুল ৪৬ রানে পান ২ উইকেট। নাসিম ওসমান এমসিএর ৪ জন খেলোযাড় হন রান আউট। ২৭২ রানের টর্গেটে দারুন জবাব দিচ্ছিল ইসদাইরের দলটি। শেষ পর্যন্ত তারা লড়াই করেছে। জিততে তারাও পারতো। ১০৬ রানের নাইম ও মনিরুল জুটি তাদের আশা দেখাচ্ছিল। মনিরুল ৫ চারে আউট হন ৫৭ রানে। নাইম ২ চার ও ১ ছয়ে ৪৭ রানে আউট হন। আল আমিন মিয়া ২ চার ও ৪ ছয়ে অপরাজিত থাকেন ৪৩ রানে। সজিব আউট হন ৬ চার ও ২ ছয়ে ৩৯ রানে। ফাহাদ ২ চারে ফিরেন ২০ রানে। অতিরিক্ত থেকে পাওয়া ৩১ রান মিলে স্কোর দাঁড়ায় ২৬২। ততক্ষণে ৫০ ওভার পূর্ণ। মুনাফ আলী ২৯ রানে ৩টি এবং জামাল ৩৫ রানে পান ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
নাসিম ওসমান এমসিএ : ২৭১/৯ (৫০ওভার) সাদ্দাম ৬৮, দিদার ৩৯, মুনাফ ২৮, জামাল-২৮, রাকিব ২৮, বিপ্লব-২২, লিমন ২০। অতিরিক্ত-৩২। রাসেল-৪/৫৫, মনিরুল ২/৪৬।
ইসদাইর চন্ধা স্পোর্টিং ক্লাব : ২৬২/৮(৫০ ওভার) মনিরুল ৫৭, নাইম ৪৭, আল আমিন মিয়া ৪৩, সজিব ৩৮, ফাহাদ ২০, তানভীর ১২। অতিরিক্ত ৩১। মুনাফ ৩/২৯, জামাল ২/৩৫। আম্পায়ার : মামুন ও সাদ্দাম। স্কোরার : নাসির, অনলাইন : রায়হান।
এ বিজয়ের কথা শুনে খোলোয়ারদের অভিনন্দন জানিয়েছেন নাসিম ওসমান ক্রিকেট একাডেমীর উপদেষ্টা প্রয়াত সাংসদ নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমান। তিনি বলেছেন, খেলাধুলা মানুষের শারিরীক ও মানসিক বিকাশে সাহায্য করে। যারা খেলাধুলা করে তাদের মধ্যে অনৈতিক কাজের প্রবনতা থাকে না। খেলাধুলার মাধ্যমে যুব সমাজ মাদক থেকে দূরে থাকতে পারে। আমাদের আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে বেশী বেশী খেলাধুলার আয়োজনের কোন বিকল্প নেই। এর মাধ্যমে শরীর চর্চা হয় এবং মানুষকে সুস্থ রাখে। বর্তমান প্রজন্মকে মাদক থেকে রক্ষা করতে হলে তাদেরকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে হবে। এছাড়াও খেলোয়ারদের উদ্দেশ্যে তিনি বলেছেন, তোমারা যে উপহার আমাকে দিয়েছো। তার ধারাবাহিকতা অব্যাহত রাখবা। আমি তোমাদের জন্য সর্বাত্মরক সহযোগীতা করে পাশে থাকবো।
আজ ২২শে ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৯টার দিকে সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স (ক্রিকেট গ্রাউন্ড) এ নীট কনসার্র্ণ ক্রিকেট একাডেমী ও আলীগঞ্জ ক্লাব এর খেলা অনুষ্ঠিত হবে।