নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে নারায়ণগঞ্জে গরীব ও দুস্থ্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ। মঙ্গলবার (১৫ আগষ্ট) বিকাল ৩টায় ফতুল্লা দেলপাড়া ক্যাম্প প্রাঙ্গণে নারায়ণগঞ্জ ব্যটালিয়ান ৬২ বিজিবি এ কর্মসূচী পালন করেছেন। এসময় ৩শ জন গরীব ও দুস্থ্যদের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য- চাল, ডাল, আলু, পেয়াজসহ অন্যান্য খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ৬২ বিজিবি অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার, উপ অধিনায়ক মেজর রোমান আল আসিফ, সহকারী পরিচালক মো. জিয়াউর রহমানসহ অন্যান্যরা।