শোকাবহ আগস্ট মাস, জেলা আইনজীবীর কালো ব্যাচ ধারণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শোকাবহ আগস্ট মাস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির কালো ব্যাচ ধারণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ৩ আগস্ট বুধবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় অবস্থিত জেলা আইনজীবী সমিতির নিজস্ব ভবনের নিচতলায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এড. রবিউল আমিন রনি, এড. আলাউদ্দিন আহমেদ, এড. আব্দুল মান্নান, এড. আফজাল, এড. আব্দুল রউফ, এড. আকবর, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমর্থিত নারায়ণগঞ্জ জেলা নারী আইনজীবী এড. সেলিনা ইয়াসমিন, এড. ওয়াহিদা আহাম্মদ রিতা, এড. নুর জাহান, এড. সুইটি ইয়াসমিন, এড. ময়না, এড মুক্তা, এড. ইনা, এড. রাখী, এড. মোনা, এড. তানিয়া, এড. দোলন, এড. রোজী, এড. রোকেয়া, এড. জহুরা, এড. হালিমা, এড. কাঞ্চি, এড. মলি, এড. পূজা, এড. স্মৃতি কনা দত্ত সহ প্রমুখ।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাঙালি জাতি হারায়। আবার ২০০৪ সালের এ মাসের ২১ আগস্ট গ্রেনেড হামলা করে জাতির জনকের কন্যা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়। নিহত হন জ্যেষ্ঠ নেতা আইভি রহমানসহ অনেক নেতাকর্মী। তাই আগস্ট মাস আওয়ামী লীগসহ সব শ্রেণি-পেশার মানুষের কাছে শোকের মাস হিসেবে পালিত হয়।

add-content

আরও খবর

পঠিত