শোক দিব‌সে মাদ্রাসার শিক্ষার্থী‌দের নি‌য়ে মু‌ক্তিযুদ্ধ ম‌ঞ্চ ও বন্ধু মহ‌লের দোয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (স্টাফ রি‌পোর্টার) : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা মু‌ক্তিযুদ্ধ ম‌ঞ্চের উদ্যো‌গে মিলাদ ও দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। এতে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত‌ছি‌লেন জেলা ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি শেখ সাফা‌য়েত আলম সা‌নি।

মঙ্গলবার (১৫ আগস্ট) বাদ জোহর চাষাড়া রেল স্টেশন সংলগ্ন মদীনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় জা‌তির জন‌কের রু‌হের মাগ‌ফিরাত কামনায় কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহ‌ফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহ‌ফিল শে‌ষে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের দুপু‌রের খাবার খাওয়া‌নো সহ  ১৫ দি‌নের খাবা‌রের ব‌্যবস্থা ক‌রেন সংগঠ‌নের নেতৃবৃন্দ।

নারায়ণগঞ্জ জেলা মু‌ক্তিযুদ্ধ ম‌ঞ্চের সভাপ‌তি সৈয়দ র‌নি আল‌মের সভাপ‌তি‌ত্বে দোয়া মাহ‌ফি‌লে আরো উপ‌স্থিত ছি‌লেন ফতুল্লা থানা আওয়ামী লী‌গের কার্যকরী সদস‌্য আতাউর রহমান নান্নু, জেলা ছাত্রলী‌গের সা‌বেক নেতা আরাফাত রহমান জুম্মন, আরিফ‌ হো‌সেন, শেখ মিজানুর রহমান সজীব, রিয়াদ হো‌সেন, ফা‌হিম এমিল, সা‌য়েক শহীদ রেজা, আশরাফুল ইসলাম খান সৌরভ, শেখ জ‌হির, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ ম‌ঞ্চের সাধারন সম্পাদক আল মামুন কাওসার, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছীন জামান সৌরভ ও ইকরাম হোসেন কেনন, সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসেন নাঈম সহ মু‌ক্তিযুদ্ধ ম‌ঞ্চের বি‌ভিন্ন ইউনি‌টের নেতৃবৃন্দ ও বন্ধুমহল।

মিলাদ ও দোয়া মাহ‌ফিল প‌রিচালনা ক‌রেন  মদীনাতুল উলুম মাদ্রাসা ও এতীমখানার প্রধান শিক্ষক মুফতি মিজানুর রহমান ।

add-content

আরও খবর

পঠিত