শেষ ভরসা শামীম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪:  রোববার সকালে শহীদ মিনার প্রাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশ করে আওয়ামী হকার্সলীগের জেলার সভাপতি আলোচিত রহিম মুন্সী বলেছেন, আমরা আজ ২০দিন ধরে আন্দোলন করছি। বিভিন্ন জনপ্রতিনিধির দ্বারে দ্বারে ঘুরছি। আর সহ্য করবো না।

আগামীকাল (সোমবার) আমরা আমাদের নেতা, গরিবের নেতা, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের কাছে যাবো। আমরা আশা করছি আমাদের নেতা আমাদের সমস্যার একটা সুষ্ঠু সমাধানের ব্যবস্থা করবেন। বিকেল ৫টার পরে মানুষ চলাচলের রাস্তা ছেড়ে আমরা বসবো। এই দাবি আমরা আদায় না করে রাজপথ ছাড়বো না।

হকার নেতা আব্দুর রহিম আরো বলেন, শনিবার আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান মেয়র আইভীর কাছে আমাদের জন্য সুপারিশ করে চিঠি পাঠিয়েছেন। কিন্তু আমরা দেখছি আজকে দুপুর হতে চললেও কোনরূপ ফলাফল আমরা পাইনি। আমরা ডিসি মহদয়ের কাছে গিয়েছিলাম। ডিসি কেবল আমাদের আশ^স্থ করে যাচ্ছেন। কিন্তু আমরা আর আশস্থ হতে চাই না। আমরা চাই সমাধান। ঈদে বা অন্যান্য উৎসবের সময় যে বেচাকেনা হয় তার চেয়ে বেশি বেচাকেনা হয় শীতের মৌসুমে। গত শুক্রবার প্রেস ক্লাবের গলিতে বসেছিল আমাদের কিছু হকার ভাই। ভর্তুকি দিয়ে আমাদের জমে থাকা মালগুলো বিক্রি করে দিতে হচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ হকার্স সংগ্রাম পরিষদের সভাপতি আসাদুল ইসলাম আসাদ, মো. রানা। সমাবেশের শেষ পর্যায়ে এসে উপস্থিত হন এ আন্দোলনের অন্যতম নেতা, বাংলাদেশে কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম।
গত বছরের ২৫ ডিসেম্বর বঙ্গবন্ধু রোড থেকে হকার উচ্ছেদের পর থেকেই আন্দোলনে নেমেছে নারায়ণগঞ্জের হকাররা। এ নিয়ে বছরের শুরু থেকেই উত্তাল নারায়ণগঞ্জের রাজনৈতিক মাঠ।

একদিকে হকারদের দাবি আদায়ের আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে নারায়ণগঞ্জের বাম রাজনৈতিক দলগুলো। অন্যদিকে নারায়ণগঞ্জের মেয়র, জেলা এবং পুলিশ প্রশাসন ফুটপাতে হকারির বিপক্ষে অবস্থান করছেন শুরু থেকে।

সর্বশেষ নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান হকারদের সমস্যা সমাধানে বিকল্প প্রস্তাবে বলেন, ফুটপাতের বিকল্প শহীদ জিয়া হল চত্বর ও জামতলা ঈদগাহ মাঠে রোববার থেকে আপনারা শীতের কাপড় বিক্রি করবেন। কিন্তু তাঁর এই প্রস্তাবনা প্রত্যাখান করে হকাররা বলেন, বিকেল ৫টা থেকে ফুটপাতেই বসতে চান তারা। অন্যদিকে জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় নেতা শুক্কুর মাহমুদ হকারদের আন্দোলনে সংহতি জানিয়ে তাদের সমাধানের প্রতিশ্রুতি দিলেও কোন কার্যকর সমাধান দিতে ব্যর্থ হয়েছেন এই শ্রমিক নেতা।

add-content

আরও খবর

পঠিত