শেরপুর সদর উপজেলা পরিষদের মাস্ক ও লিফলেট বিতরণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শেরপুর সংবাদ দাতা ) : প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধ ও ও সচেতনতায় মাস্ক ও লিফলেট করেছেন শেরপুর সদর উপজেলা। ২৫শে মার্চ বুধবার সকাল ১১টায় শেরপুর সদর উপজেলার পরিষদের আয়োজনে ২০১৯-২০২০ অর্থ বছরের অপ্রত্যাশিত খাত হতে উপজেলা পরিষদ চত্বরে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।

এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন এর সভাপতিত্বে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের ১০ হাজার মাস্ক ও লিফলেট এর প্যাকেট বিতরণের জন্য তাদের হাতে তুলে দেন।

করোনা ভাইরাসের হাত থেকে নিরাপদ থাকার লেখা প্রচারপত্র ও মাস্ক গুলো উপস্থিত চেয়ারম্যানদের স্ব-স্ব ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হবে বলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন জানিয়েছেন।

এদিকে মাস্ক ও লিফলেট বিতরণ শেষে সদর উপজেলা পরিষদ গেইটের পার্শ্বে হাত ধোঁয়ার টিপকল উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আশরাফুল আলম মিজান, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. হায়দার আলী, কামারেরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব, চরমোচারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ খোরশেদুজ্জামান, বাজিতখিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমীর আলী সরকার, ঘুঘুরাকান্দি-বেতমারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল মজিদ, বলাইয়েরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রইচ উদ্দিন, চরপক্ষমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আকবর আলী প্রমুখ ।

add-content

আরও খবর

পঠিত