নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শেরপুর থেকে শেখ ফয়জুর রহমান ) : শেরপুরে করোনা ভাইরাস প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিশারী পৌর পল্লী সংস্থার পক্ষ হতে ১ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। ৩০ মার্চ সোমবার সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজার ও এর আশপাশের কয়েকটি স্থানে হত-দরিদ্র পথচারী, কৃষক, দিন-মজুর, রিক্সা ও ভ্যান চালকদের মাঝে এসব মাস্ক বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে ৮নং লছমনপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. সেলিম মিঞা, বিশেষ অতিথি হিসেবে জেলা সমাজসেবা অফিসার শরাফত আলী, দিশারী পৌর পল্লী সংস্থার সভাপতি গোলাম মনসুর, সম্পাদক আব্দুর রশীদ, ইউপি সদস্য লিটন মিয়া সহ রিপন, আবুল কালাম, জিয়াউর রহমান, গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।
করোনা ভাইরাস মোকাবেলায় মাস্ক বিতরণ কালে দিশারী পৌর পল্লী সংস্থার সাধারন সম্পাদক আব্দুর রশীদ বলেন, আল্লাহর রহমতে এখনো বাংলাদেশে করোনা ভয়াবহ আকার ধারন করতে পারেনি। সামনের দিনগুলোতে যেন শেরপুরের সাধারন খেটে খাওয়া মানুষ এ ভাইরাস থেকে দূরে থাকতে পারে, সেজন্য আমাদের এই ১ হাজার মাস্ক বিতরণ কর্মসূচী হাতে নেওয়া। ইতিমধ্যে আমরা আমাদের সংস্থার পক্ষ হতে কুসুমহাটি ছাড়াও বাজিতখিলা, কৃষ্ণপুর দড়িপাড়া, লছমনপুর ঝাউয়ের চর ও কানাশাখোলা বাজারে জনসচেতনতা বৃদ্ধির জন্য এই মাস্কগুলো বিতরণ করেছি। আগামীতে দিশারী পৌর পল্লী সংস্থার পক্ষ হতে লকডাউন দরিদ্র পরিবরের পাশে যথা সম্ভব খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাড়াবো ইনশা-আল্লাহ।