শেরপুরে আওয়ামীলীগের যৌথ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শেরপুর সংবাদদাতা ) :  সারা বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস (কোভিট-১৯) সংক্রমণ প্রতিরোধ কল্পে ও অঘোষিত লকডাউনে শেরপুরে ঘরমুখী হওয়া অসহায় নিম্ন-আয়ের মানুষদের মাঝে শেরপুরে শহর ও ওয়ার্ড আওয়ামীলীগের যৌথ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

৯ এপ্রিল বৃহস্পতিবার সকালে শেরপুর শহর আওয়ামীলীগ ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক নাজমুল আলম টিটু ও ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি হযরত আলীর নিজস্ব অর্থায়ন ও যৌথ উদ্যোগে খোয়াড়পার নৌহাটা ও তাতালপুর বাজার এলাকায় ৪৩০ জন খেটে খাওয়া অসহায় নিম্ন-আয়ের মানুষদের মাঝে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় খাদ্য সামগ্রী বিতরণের সময় শেরপুর শহর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম (জিপি), সাধারন সম্পাদক প্রকাশ দত্ত, কোষাধ্যক্ষ আবুল হাসেম, শেরপুর জেলা বয়লার ও রাইসমিল মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মনিরুজ্জামান ময়না লিচু, আওয়ামীলীগ নেতা আব্দুল মালেক, জেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল আলীমসহ শহর ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খাদ্য সামগ্রী বিতরণকালে প্রকাশ দত্ত বলেন, জননেত্রী শেখ হাসিনার আদেশে এবং শেরপুরের মহান জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক ও চন্দন কুমার পালের নির্দেশে শেরপুর আওয়ামী পরিবার দিন-রাত করোনা মোকাবেলায় কাজ করে যাচ্ছে। আমরা ইতিমধ্যে শেরপুরে বিভিন্ন জায়গায় কর্মহীন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাবার পৌছে দিয়েছি। সামনের দিন গুলোতে আমাদের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।

নাজমুল আলম টিটু তার বক্তব্যে  বলেন, অসহায় মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। আর সে জায়গা থেকে এই দূর্যোগকালীন সময়ে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। করোনা অসহায়দের দীর্ঘশ্বাস বাড়িয়েছে। তাদের কিছুটা স্বস্তি দিতে আমাদের সবার যার যার জায়গা থেকে পাশে দাঁড়ানো উচিত। তিনি আরও বলেন, আমাদের পাশাপাশি সমাজে বসবাসরত বিত্তবানদের এ সময়ে কর্মহীন নিম্ন-আয়ের মানুষদের পাশে দাঁড়ানো উচিত।

add-content

আরও খবর

পঠিত