শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ স্বয়ং সম্পূন : সেলিম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : দেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারো বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানোর আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। তিনি বলেছেন, একটা সময় আমরা মোট ভাত আর মোটা কাপড়ের জন্য মুক্তিযুদ্ধে অংশ নিয়ে ছিলাম। বর্তমানে আমরা দেশের চাহিদা পূরণ করে চাল রপ্তানি করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ স্বয়ং সম্পূন্ন। এখন আমাদের শুধু একটা জিনিসই প্রয়োজন সবার সংগঠিত হওয়া। আমরা যদি বিগত ১০ বছরের উন্নয়নের কথা চিন্তা করি। সেই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আগামী অবশ্যই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে। উনাকে প্রধানমন্ত্রী বানাতে পারলে একজন ব্যবসায়ী নেতা হিসেবে আমি গ্যারান্টি দিতে পারি ভিশন-২০২১ নিয়ে আমাদের যে প্রত্যাশা রয়েছে তার থেকে অনেক বেশি কিছু দেশবাসী পাবে। ৫ অক্টোবর শুক্রবার বিকালে শহরের ইসদাইর এলাকায় শামসুজ্জোহা ক্রিড়া কমপ্লেক্স মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৪র্থ উন্নয়ন মেলার দ্বিতীয় দিনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী আমাদের বন্দরের মদনগঞ্জের দেড় হাজার একর জমির উপর নীটপল্লী স্থাপনের অনুমোদন দিয়েছেন। এটি নির্মিত হলে সেখানে প্রায় ১২ থেকে ১৫ লাখ মানুষের কর্মসংস্থান হবে। শুধু কর্মসংস্থান হলেই তো হবে না। আমাদের দক্ষ শ্রমিক লাগবে। দক্ষ হতে গেলে অবশ্যই আমাদের শিক্ষিত হতে হবে। তাই ভবিষ্যতের কথা চিন্তা করে নারায়ণগঞ্জে শিক্ষা ব্যবস্থার মানন্নোয়ন করা হচ্ছে। আমাদের স্বাস্থ্য খাতে উন্নয়ন হয়েছে। ইতো মধ্যে খানপুর ৩০০ শয্যা হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করনের কাজ শুরু হয়েছে। আমি সিভিল সার্জনকে অনুরোধ করবো খুব দ্রুত সময়ের মধ্যে এটি আনুষ্ঠানিক উদ্বোধন করার জন্য।

এছাড়াও ১০০ শয্যা জেনারেল হাসপাতালে একটি নাসিং ইনস্টিটিউট নির্মিত হবে। কিন্তু হাসপাতালের অভ্যন্তরে হরিজন সম্প্রদায়ের মাত্র ১০টি পরিবার সেখানে বসবাস করছে। অনেক চেষ্টা করেও তাদেরকে সিভিল সার্জন সরাতে পারছেন না। প্রয়োজনে তাদের সাথে আলোচনার মাধ্যমে সরানোর উদ্যোগ গ্রহণ করা যেতে পারে।

জেলা প্রশাসকের প্রতি অনুরোধ রেখে তিনি বলেন, আমাদের গত ৫ বছরে কি কি উন্নয়ন হয়েছে এবং কি কি উন্নয়ন করা বাকি রয়েছে কোথায় কোথায় আমাদের দুর্বলতা রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে। প্রয়োজনে শিক্ষা অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, স্থানীয় সরকার অধিদপ্তর, সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পৃথক পৃথক ভাবে আলোচনার ব্যবস্থা করা যেতে পারে। যেহেতু সংশ্লিষ্ট দপ্তর গুলো দিনের বেলায় কর্মবস্ত্যতার মধ্যে থাকেন তাই প্রয়োজনে অফিস আওয়ার শেষে রাতে আলোচনার আয়োজন করা যেতে পারে। তাহলে দেখা যাবে বর্তমান সময়ের যে কয়মাস সময় বাকি রয়েছে ওই সময়ের মধ্যেই অনেক সমস্যা সমাধান করে আরো উন্নয়ন করা সম্ভব হবে।

জেলা প্রশাসনের প্রতি পরামর্শ রেখে তিনি বলেন, তিন ব্যাপী উন্নয়ন মেলার শনিবার শেষদিন। শেষ দিনে আমাদের ভবিষ্যত প্রজন্মের শিক্ষার্থী, এখানে যারা আমাদের মা বোনেরা উপস্থিত হবেন তাদেরকে মঞ্চে এনে তাদের মুখ থেকেই উন্নয়নের কথা গুলো শুনতে পারলে বেশ ভাল হয়। কি কি উন্নয়ন তারা পেয়েছেন এবং ভবিষ্যতে কি কি উন্নয়ন করার প্রয়োজন রয়েছে এ সব বিষয়ে তারাই সব থেকে ভাল বলতে পারবে।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বি মিঞা সভাপতির বক্তব্যে, নারায়ণগঞ্জের উন্নয়ন নিয়ে এমপি সেলিম ওসামনের দেওয়া প্রস্তাবনাকে সাধুবাদ জানিয়ে উন্নয়নের সাথে সংম্পৃক্ত সরকারী বিভিন্ন দপ্তর গুলোর সাথে রাতে পৃথক ভাবে আলোচনার বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন।

এদিকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা কমান্ডের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডের প্রশংসা করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য সকলের প্রতি অনুরোধ রাখেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী। আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল বারী, জেলা সিভিল সার্জন এহসানুল হক, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, এফবিসিসিআই এর পরিচালক প্রবীর কুমার সাহা সহ অন্যান্য অতিথিবৃন্দরা।

add-content

আরও খবর

পঠিত