নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন উপলক্ষ্যে বন্দর উপজেলা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল জনগনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বন্দর উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।১৮ই অক্টোবর এক প্রেস বিবৃতির মাধ্যমে সংগঠনের সাধারন সম্পাদক আব্দুর রব লাবু জানান।
বিবৃতিতে আব্দুর রব লাবু বলেন, আজ ১৮ই অক্টোবর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিন।প্রধানমন্ত্রী ও ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালে এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি বিজড়িত ৩২ নম্বর বাড়িতে জন্মগ্রহন করেন। ১৯৭৫ সালে ১৫ আগষ্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকের নির্মম বুলেট থেকে রক্ষা পায়নি অবুঝ শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধু এবং পরিবারের অন্যন্যে সদস্যদের সঙ্গে নরপিচাসরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল।১৫ আগষ্ট শেখ রাসেলের আর্তচিৎকারে স্রষ্টার আরশ কেঁপে উঠলেও টলাতে পারেনি খুনি পাষাণদের মন। আমরা শেখ রাসেল সহ ১৫ আগষ্টে শহীদ সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনা করি।
বিবৃতিতে আরও স্বাক্ষর করেন, সংগঠনের সভাপতি মনিরুজ্জামান সিনিয়র সহ-সভাপতি নূর জাহিদ বাদল সহ-সভাপতি খোরশেদ আলম,আব্দুল মান্নান সাধারন সম্পাদক আব্দুল রব লাবু সহ-সম্পাদক শেখ কামাল,সরকার মোহাম্মদ জাহিদ সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন অর্থ-সম্পাদক রিয়াজ হোসেন আইসিটি সম্পাদক আসলাম আপ্যায়ন সম্পাদক সাহাদাত হোসেন সমবায় সম্পাদক মনির হোসেন সমাজ সেবা সম্পাদক নাজমুুল হাসান রনি সহ-সম্পাদক আব্বাস,আমির হোসেন,খালিদ হোসেন, অলি আহম্মদ,শাহ আলম,বনি আমিন,মহসিন ভ’ইয়া,খাদিজা আক্তার লাকী,তারিকুল ইসলাম, দিলারা প্রমূখ।