নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৪ আসনেন এমপি শামীম ওসমান বলেছেন, মানুষ সুশাসন চায়। কিন্তু কিছু মানুষ অশান্তি সৃষ্টি করে। এসব মানুষ আমার দলে আছে, অন্য দলেও আছে। সাধারণ মানুষের মাঝেও আছে। পুলিশের মধ্যে আছে, সাংবাদিকদের মাঝেও আছে। কিন্তু প্রধানমন্ত্রী সেই সুশাসন প্রতিষ্ঠার জন্য নিজের দল থেকেই শুরু করেছেন। এখন তো সুশীল সমাজের সেই লোকগুলা শেখ হাসিনাকে একটা ধন্যবাদও দিলেন না। শুদ্ধি অভিযান করতে বুকের পাটা লাগে। দেশ প্রেমিক হতে হয়। ১৯ অক্টোবর শনিবার বিকালে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের জালকুড়ি হাইস্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী এবং মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যকালে তিনি এসকল কথা বলেন।
তিনি আরো বলেন, কদিন আগের একটা ঘটনা খুব কষ্ট দিচ্ছে। বুয়েটের একটা স্টুডেন্ট, আবরার ফাহাদকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হলো। শিক্ষা প্রতিষ্ঠানে মারামারি হবে না এমন কোনো কথা নেই। আমাদের সময় হয়েছে। এখনও হচ্ছে। ভবিষ্যতে হবে। এটা অস্বাভাবিক না। কিন্তু কিভাবে হলো? আমি আওয়ামী লীগের শামীম হিসেবে না, একজন অভিভাবক হিসেবে। আমার কষ্টাটা সেখানে, এই ছেলেটার বাবা মায়ের স্বপ্ন শেষ। বুয়েটে চান্স পায় করা? বেস্ট অব দ্যা বেস্ট যারা তারাই। আমার কস্টটা আরেকটা জায়গায়, এই ঘটনায় যারা ধরা পড়েছে, তারাও তো বেস্ট অব দ্য বেস্ট। ওদের বাবা মায়েরও তো স্বপ্ন শেষ। আমরা ওদেরকে কি বানাচ্ছি, শুধু মেশিন বানাচ্ছি?
এমপি শামীম ওসমান বলেন, মেধাবী হবা না, হইও না। পুরস্কার পাবা না, পেও না। তাতে কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে ভালো মানুষ হও। ভালো মানুষ হওয়া দরকার। কে আমাকে কীভাবে নিবে জানি না। ভালো মানুষ হওয়ার জন্য বাবা-মায়ের সাথে সাথে শিক্ষকদের আদর্শিক কথা-বার্তা বলা দরকার। এবং আমি বিশ্বাস করি মানুষকে সুন্দর করে ধর্ম।
অভিভাবকদের প্রতি প্রশ্ন রেখে শামীম ওসমান বলেন, আমরা এই বাচ্চাদেরকে কি বানাচ্ছি, আমরা কি তাদের কাছ থেকে জিপিএ ফাইভ চাই? বাবা স্বপ্ন দেখে ছেলে মেয়ে মেডিক্যাল বুয়েটে চান্স পাবে, ম্যাজিস্ট্রেট হবে, জজ হবে। তারা না হয় বাবা মায়ের স্বপ্ন পূরণ করলো।
জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের গর্ভনিং বডির সভাপতি এস এম কামাল হোসেনের সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ এনায়েত হোসেন, যুবলীগ নেতা এহসানুল নিপু, নাসিক ৯নং ওয়ার্ড কাউন্সিলর ইস্রাফিল প্রধান, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম বাচ্চু প্রমুখ।