শুক্রবার দিন ব্যাপি কবিয়াল সাহিত্য উৎসব

নারায়ণগঞ্জ বার্তা ২৪ :  সৃষ্টি, সুন্দর ও কল্যাণ এই শ্লোগানকে সামনে রেখে ২৬ অক্টোবর শুক্রবার কবিয়াল ফাউন্ডেশন এর আয়োজনে কবিয়াল সাহিত্য উৎসব ২০১৮ হতে যাচ্ছে দিন ব্যাপী আয়োজন অনুষ্ঠান । নারায়ণগঞ্জ আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়নতে আয়োজন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

শুক্রবার দেশ বরণ্য কবি সাহিত্যিক সামাজিক ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের নিয়ে বসবে নারায়ণগঞ্জে বিশাল এ আয়োজনের মিলন মেলা।

এতে উদ্বোধক হিসেবে থাকছেন দেশ বরন্য কবি নির্মলেন্দু গুণ । প্রধান অতিথি হিসবে উপস্থিত থাকবেনস নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন, প্রধান আলোচক হিসেবে থাকবেন শিশু সাহিত্যিক রফিকুল হক দাদু ভাই, ভারত থেকে আগত কবি,কথা সাহিত্যিক ও বিশ্ব পর্যটক অমরেন্দ্র চক্রবর্তী, প্রবন্ধ পাঠ করবেন কবি গবেষক মোস্তাক আহমেদ ।

এ সময় অনুষ্ঠানের সভাপতি করবেন কবিয়াল ফাউন্ডেশনের সভাপতি ও কবিয়াল সাহিত্য উৎসবের আহবায়ক কবি বাপ্পি সাহা।

তাছাড়া এই দিন শুক্রবার সকাল পর্বে থাকছে শিশু-কিশোরদের  চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা, বিকাল পর্বে ৩টায় অনুষ্ঠান উদ্বোধন,অতিথি বরন, আলোচনা, কবিতা পাঠ, সাহিত্য সম্মাননা, বিজয়ীদের পুরষ্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে।

এই বছর কবিয়াল সাহিত্য সাহিত্য পুরষ্কার ২০১৮ পাচ্ছেন কবি নির্মলেন্দু গুণ।  অনুষ্ঠানের সার্বিক সমন্বয়কারী হিসেবে থাকছেন, শফিকুল ইসলাম আরজু, মাসুদ রানা লাল, মাসুদ রানা, খাদিজা আক্তার পাখি, কাজল আক্তার, অপু ভূইয়া, ইকবাল হোসেন রোমেছ, রিয়া খান, মঞ্জুরুল ইসলাম, গিয়াস উদ্দিন খন্দকার, পিয়ারী বেগম সহ প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত