নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : ২১ জুলাই বৃহস্পতিবার জামিনে মুক্ত হয়েই আধিপত্য বিস্তারের লক্ষ্যে জামায়াত বিএনপির চিহ্নিত অসংখ্য সন্ত্রাসীদের নিয়ে কালো গ্লাসে সজ্জিত কয়েকটি গাড়ির সমন্বয়ে বহর বানিয়ে নাসিক ২৭নং ওয়ার্ডের অন্তর্গত হরিপুর, বঙ্গশাসন, অত্র অঞ্চলের পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠানের আশপাশ সহ সোনারগাঁয়ের কাঁচপুর ইউপির কুতুবপুর সহ বিভিন্ন অঞ্চলে মহড়া দিয়েছে সোনারগাঁও থানা বিএনপি নেতা, জামায়াত শিবিরের রাজনীতির উস্কানী দাতা ও বহু মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী ডন বজলু। মহড়ার এক পর্যায়ে গাড়ি বহর নিয়ে ডন বজলু ও তার সহযোগিরা ২৭নং ওয়ার্ডের বঙ্গশাসন এলাকার আঃ রব মুন্সীর বাড়িতে উপস্থিত হয়ে তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার বাদি আঃ রব মুন্সীর ছেলে ওয়াছকুরুনি, মারাত্মকভাবে যখম নিয়ে এখনো বেঁচে থাকা আঃ রব মুন্সী ও তার পরিবারের সদস্যদের মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করে এবং মামলা তুলে না নিলে সবাইকে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
উল্লেখ্য, বিগত ২ বছর আগে ২৭নং ওয়ার্ডের অন্তর্গত বঙ্গশাসন এলাকায় অবৈধভাবে জায়গা দখল করতে ব্যর্থ হয়ে জায়গার মালিক আঃ রব মুন্সীকে মারাত্মকভাবে পিটিয়ে তার হাত-পাঁ ভেঙ্গে দেয় ডন বজলু ও তার সহযোগিরা। হুমকির পর আঃ রব মুন্সীর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভূগছে, তাই জীবনের নিরাপত্তা সহ এ ধরণের শীর্ষ সন্ত্রাসীর হাত থেকে সমাজকে রক্ষার্থে প্রশাসনের যথাযথ হস্তক্ষেপ কামনা করেছেন তার পরিবার।
ডন বজলুর মহড়ার পর হরিপুর, বঙ্গশাসন, কুতুবপুর সহ কয়েকটি এলাকায় জনমনে চরম আতংক বিরাজ করছে, জানমালের বিষয়ে মারাত্মক রকমের দুশ্চিন্তায় রয়েছে স্থানীয় জনসাধারণ। ডন বজলু কয়েকটি মামলায় আটক থাকার কারণে বন্দরের ও নারায়ণগঞ্জ মহানগরের অন্তর্ভূক্ত ২৭নং ওয়ার্ডের বিভিন্ন শিল্প কারখানায় চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে তার সন্ত্রাসী গ্রুপ উল্লেখ করার মত সফলতা না পেলেও, সে ফিরে আসায় শিল্প কারখানায় চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড আবার বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে।
তাছাড়া, ডন বজলু কাঁচপুরের লিটন হত্যা মামলার প্রধান আসামী, ২৭নং ওয়ার্ডের বঙ্গশাসন এলাকার আঃ রব মুন্সীকে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী, অতি সম্প্রতি হরিপুর সংলগ্ন বাইতুল সালাম মোহাম্মাদীয়া মাদ্রাসায় অগ্নিসংযোগ মামলার প্রধান আসামী, বিএনপি আহুত হরতাল অবরোধে গাড়ি পোড়ানোর মামলার আসামী সহ সে প্রায় বিশের অধিক মামলার আসামী। বজলুর বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় হত্যাকান্ড, চাঁদাবাজি, শিল্প কারখানায় হামলা, কয়েকজনকে হত্যাচেষ্টা ও অবৈধ জোরপূর্বকভাবে জায়গা দখলের মত নানাবিধ অভিযোগ রয়েছে।