নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের পক্ষ থেকে প্রতি বছরের মত এবছর মাদ্রাসায় এতিম ছাত্র ও অসহায় মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হবে।
প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে এই কার্যক্রম শুরু হয়। ২০১১ সালে প্রতিষ্ঠিত ছাত্রদের হাতে গড়া এই সংগঠন এর প্রায় ১ যুগ বর্ষ নারায়ণগঞ্জ এর মানুষের কাছে আস্থার এবং বিশ্বস্ত একটি সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।
বিশেষ করে চানমারি বস্তিতে অগ্নিকাণ্ড, রহিঙ্গা ইস্যু, করোনা মোকাবেলা, তল্লা মসজিদে গ্যাস বিস্ফোরণ, চট্টগ্রাম ট্রাজেডি, সিলেট বন্যাসহ দেশের যেকোন পরিস্থিতে সব সময় অসহায় মানুষের পাশে সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন নারায়ণগঞ্জ জাগ্রত সংসদ এর সদস্যরা।
সভাপতি রাগীব ভূইয়া বলেন, আমরা মানুষের পাশে থাকার জন্য ২৪ ঘণ্টা চেষ্টা করি। কিন্তু সব সময় পারি না। মানুষের কাছে টাকা নাই। তারপরও চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর জন্য নিজেদের হাত খরচের টাকা থেকেই আমরা সেবা করি। স্বাদ তো অনেক আছে কিন্তু সাধ্য নেই।