নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সুবিধাবঞ্চিত অসচ্ছল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মডেল গ্রুপ। শনিবার (১৮ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের খানপুর সরদারপাড়ায় এলাকায় শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
মডেল গ্রুপের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক মনির হোসেন সরদার। তিনি বলেন, শীতের তীব্রতা থেকে মানবতার খাতিরে আমরা কিছুটা সাহায্য করতে পেরে আনন্দিত। সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটাতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। মডেল গ্রুপ সবসময় সমাজের প্রতি দায়বদ্ধ ও মানবিক দায়িত্ব পালন করতে অঙ্গীকারবদ্ধ।
এসময় উপস্থিত ছিলেন ১১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অহিদুল ইসলাম ছক্কু, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ স্থানীয় এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।