শীতলক্ষ্যা থেকে লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : পানিতে ডুবে যাবার ১৫ ঘণ্টা পরে শীতলক্ষ্যা নদী থেকে রিয়াজউদ্দিন রিপন (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি দুপুরে ফায়ার সার্ভিসের একদল ডুবুরি তার মরদেহ উদ্ধার করে।
নিহত রিয়াজউদ্দিনের বাড়ি বন্দরের কলাগাছিয়ার নিসং চৌধুরীপাড়ায়। তিনি ওই এলাকার মৃত আবুল কাশেমের পুত্র। নিহতের দুইটি কন্যা সন্তান রয়েছে।

নিহতের স্বজনরা জানান, সোমবার রাত সাড়ে নয়টার দিকে নগরীর কর্মস্থল থেকে তিনি বাসায় ফিরছিলেন। ট্রলারে লোকজনের ঠাসাঠাসির কারণে তিনি পানিতে পড়ে যান। কিন্তু ট্রলার চালক তাকে উদ্ধারে কোন তৎপরতা না চালিয়ে ট্রলারটি নদীর পূর্বপাড়ে নিয়ে যান বলে প্রতক্ষর্শিরা তাদের জানিয়েছেন।

নিহতের স্বজনদের অভিযোগ, ট্রলার চালকের গাফিলতি ও অধিক যাত্রী বোঝাইয়ের কারণে এ দূর্ঘটনা ঘটেছে। পানিতে পড়ে যাবার পরে ট্রলার চালক কাউকে অবহিতও করেনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মামুনুর রশিদ জানান, খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য একদল ডুবুরীকে পানিতে নামানো হয়। পানির তলদেশ থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি জানান, পানিতে গ্রোত না থাকায় লাশটি ঘটনাস্থলে পাওয়া যায়।

add-content

আরও খবর

পঠিত