শীতলক্ষ্যায় লঞ্চ ডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৮ জন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে জাহাজের ধাক্কায় লঞ্চ ডুবির ঘটনায় এ পর্যন্ত ৮ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এরমধ্যে ৬ জনের লাশ রোববার (২০ মার্চ) সন্ধ্যা পর্যন্ত এবং ২ জনের লাশ সোমবার সকালে উদ্ধার করা হয়। এরআগে চর সৈয়দপুর আলামিন নগর এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্বজনদের কাছে ৬জনের লাশ হস্তান্তর করা হয়।

লাশের পরিচয় হচ্ছে, জয়নাল ভুইয়া (৫০) পিতা মৃত: জুলফিকার আলী, উত্তর ইসলামপুর, মুন্সীগঞ্জ সদর, আরিফা বেগম (৩৫) স্বামী-দ্বীন ইসলাম, রমজানগো, মুন্সীগঞ্জ, তার শিশু পুত্র সাফায়েত হোসেন (১৫ মাস), স্মৃতি রাণী বর্মণ (১৯), পিতা জয়রাজ বংশী, ইসমাইলের চর, গজারিয়া, মুন্সিগঞ্জ, উম্মে খায়রুন ফাতেমা (৪৫), স্বামী আবু তাহের সরকার, দেলরবাগ, সোনারগাঁও, নারায়ণগঞ্জ, সালমা (৩৩), পিতা-আজিজ, মির্জাগঞ্জ, পটুয়াখালী, ফাতেমা (৭), পিতা- ইউনুছ খলিফা, মির্জাগঞ্জ, পটুয়াখালী এবং অজ্ঞাতনামা একজন। নিহত উম্মে খায়রুন ফাতেমা নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বৈদ্যরবাজার হারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

এ বিষয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল্লাহ আল আরেফীন জানান, ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করা হয়েছে। তবে ভেতরে কোনও লাশ পাওয়া যায়নি। তবে ভাসমান অবস্থায় দুটি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট লাশের সংখ্যা ৮জন। তিনি আরও জানান, উদ্ধার কাজে ফায়ার সার্ভিস ছাড়াও নৌ-পুলিশ, বিআইডব্লিউটিএর ডুবুরি দল ও কোস্ট গার্ডসহ একাধিক সংস্থা অংশ নেয়।

add-content

আরও খবর

পঠিত