নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : অতিরিক্ত যাত্রী নিয়ে শীতলক্ষ্যা নদী পাড়ি দেওয়ার সময় বাল্ক হেডের ধাক্কায় নৌকা ডুবির ঘটনা ঘটেছে। ২৯ সেপ্টেম্বর রবিবার বিকাল সাড়ে ৩টায় বন্দর ১নং খেয়াঘাটে এ র্দূঘটনাটি ঘটে। তবে নৌকা ডুবির ঘটনায় তাৎক্ষনিক ভাবে কোন হতাহতের বা নিখোঁজের কোন সংবাদ না পাওয়া গেলেও শিশুসহ আহত হয়েছে কমপক্ষে ৫ যাত্রী। আহতরা হলো খাইরুল (৩৭) সিরাজ (৪৫) ফারুক মিয়া (৩৪) হাসিনা বেগম (৪২) ও সায়মা বেগম (৩১)। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক বাল্ক হেডটি আটক করেছে।
প্রত্যক্ষদর্শী খাইরুল জানান, রবিবার বিকাল সাড়ে ৩টায় গুরি গুরি বৃষ্টির সময় আমিসহ প্রায় ২৫/৩০ জন যাত্রী বন্দর সেন্টাল ঘাট থেকে নৌকা যোগে শীতলক্ষ্যা নদীর পূর্বপাড় বন্দর ঘাটের দিকে রওনা হই। ওই সময় একটি খালি বাল্ক হেড আমাদের নৌকাটিকে ধাক্কা দিলে সাথে সাথে নৌকাটি নদীতে ডুবে যায়। কিছু যাত্রী সাঁতার কেটে তীড়ে উঠতে সক্ষম হয়। এবং ঘাটের অন্যান্য নৌকা দ্রুত র্দূঘটনাস্থলে এসে ডুবে যাওয়া নৌকার কিছু যাত্রীদের উদ্ধার করে।