নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে বন্দরে তৃতীয় শীতলক্ষা সেতুর নিচ দিয়ে ফরাজিকান্দা টু কলাগাছিয়ার বর্তমান সড়ক বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুদ্ধ এলাকাবাসী। ১৪ জুলাই মঙ্গলবার সকাল ১০টায় বন্দর উপজেলার ফরাজিকান্দা এলাকাবাসীর উদ্যোগে উক্ত এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে ওই সময় ২০টি এলাকার স্থানীয় এলাকাবাসীর স্বাক্ষররিত একটি স্মরক লিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার শুক্লা সরকারের হাতে তোলে দেন। মানববন্ধনে সভাপতির বক্তব্যে ফরাজিকান্দা বড় জামে মসজিদ কমিটির সভাপতি আনিস বিন খালিদ বলেন, আমাদের এই সড়কটি প্রায় দুই শত বছরের ঐতিহ্যবাহী সড়ক। কলাগাছিয়া ইউনিয়নের প্রায় ২০/২৫টি এলাকার একমাত্র রাস্তাটি হলো ফরাজিকান্দা টু কলাগাছিয়া সড়ক। কলাগাছিয়া ইউনিয়নের আলীনগর, ঘারমোড়া, চর-ঘারমোড়া, চুনাভূরা, চরধলেরশ্বরী, আলীসারদী, শুভকরদী, কলাগাছিয়া, মহনপুর, সুচিরবন্ধ, বুরুন্দীসহ বিভিন্ন এলাকার কমপক্ষে ১০ লাখ মানুষ এই সড়ক দিয়ে যাতায়েতের মাধ্যমে প্রতিদিন নারায়ণগঞ্জ শহরের সাথে যোগাযোগ রক্ষা করে আসছে। সাধারন জনগনের চলাচলের একমাত্র রাস্তাটি খোলা রাখা জরুরি হয়ে পরেছে। প্রচন্ড বৃষ্টি উপপেক্ষা করে সড়ক খোলা রাখার দাবিতে সাধারন জনগন এখানে সমাবেত হয়েছে। আমাদের মানববন্ধন সরকারের বিরুদ্ধে না। এমনকি উন্নয়নের বিরুদ্ধে না। এই মানববন্ধন সাধারন জনগনের স্বার্থে মানববন্ধন। আমাদের দাবি তৃতীয় শীতলক্ষা সেতুর নিচ দিয়ে একটি টানেল সড়ক র্নিমান করার জন্য স্থানীয় এমপি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ সেলিম ওসমানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
মানববন্ধনে বক্তব্য রাখেন ফরাজিকান্দা এলাকার সমাজ সেবক শাহাদুল্লাহ মুকুল, চুনকা, সোহেল, সেলিম, সাঈদ প্রমুখ। মানববন্ধনে উপস্থিত ছিলেন সফিউদ্দিন, আমিনুল ইসলাম, মানিক ডাক্তার, আব্দুল, মোস্তফা, দিলু, মনির, রতন, শিপন, তোফাজ্জল, ইসরাফিল, ইউনুস, কাজী মাহাবুব, রাসেল, হোসেন, রোমান মোল্লা, ফারুক হোসেনসহ শত শত এলাকাবাসী। মানববন্ধন শেষে বৃহত্তম ফরাজিকান্দা এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকারের মাধ্যমে জেলা প্রশাসকের বরাবর স্মরক লিপি তোলে দেন।