শিশু নির্যাতন কারী সেই উর্মি জামিনে মুক্তি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লার পূর্ব ইসদাইরের পাষন্ড দম্পতি আতাউল্লাহর স্ত্রী নির্যাতন কারী সেই পাষন্ড উর্মি ১৬দিন কারাভোগ করে জামিনে মুক্তি হলেন। তবে এ মামলার আসামী পাষন্ড আতাউল্লাহ খোকেন জেল হাজতে আছেন। ৫ আগষ্ঠ রবিবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনিসুর রহমানের আদালতে আসামী পক্ষের আইনজীবী এডভোকেট সাখাওয়াত হোসেন খান জামিনের প্রার্থনা করলে আদালতের বিচারক উর্মির জামিন মঞ্জুর করেন।

এ ব্যাপারে আসামী পক্ষের আইনজীবী এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, উর্মি এ মামলার আসামী হলেও আদালতের কাছে নির্দোশ প্রমানিত হওয়ায় আদালতের বিচারক উমির্কে জামিন দেন। এছাড়ও উর্মি তিন মাসের অন্ত:স্বত্তা থাকায় আদালতের বিবেচনায় তার জামিন ত্বরান্তিত হয়।

প্রসঙ্গত, ফতুল্লার পূর্ব ইসদাইর আনন্দনগর এলাকার শহীদুল্লাহর বাড়ির ভাড়াটিয়া আতাউল্লাহ খোকন ও উর্মি আক্তার পিতৃ-মাতৃহীন শিশু মাহি নামের এক গৃহপরিচারিকাকে কাজে নেয়। কাজে নেওয়ার পর প্রায়ই শিশুটিকে নির্যাতন করতো তারা। ২০ জুলাই রাতে বাঁচাও বাঁচাও চিৎকার শুনে স্থানীয় লোকজন ওই দম্পতির বাসায় গিয়ে শিশুটিকে উদ্ধার করে ফতুল্লা থানায় খবর দেয়। পরে পুলিশ শিশুটির হাতে ও মুখে বর্বর নির্যাতনের চিহ্ন দেখতে পায়।

শিশুটিকে জিজ্ঞাসা করলে সে জানায়, কারনে অকারনে কাজে ভূল ধরে খুন্তি গরম করে হাতে ও শরীরে ছ্যাকা দিতো। কথায় কথায় মারধর করতো। এমনকি ২০/২৫দিন আগে তার হাতে গরম খুন্তি দিয়ে ছ্যাকা দেয়ায় তার ডান হাতের চামড়া উঠে যায়। শুক্রবারও সেই ক্ষত হাতে ছ্যাকা দেয়া পাষন্ড দম্পতি আতাউল্লাহ ও উর্মি।

এই ঘটনায় মাহির আত্বীয় স্বজন না থাকায় প্রতিবেশী জাকির হোসেন শনিবার ২১ জুলাই ফতুল্লা থানায় বাদী হয়ে আতাউল্লাহ খোকন ও উর্মি দম্পতির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

add-content

আরও খবর

পঠিত