শিশু নির্যাতনের প্রতিবাদে নারায়ণগঞ্জ খেলাঘর সংগঠনের মানববন্ধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শিশু নির্যাতনের হার বৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা শিশু একাডেমি কার্যালয়ের সামনে নারায়ণগঞ্জ খেলাঘর সংগঠনের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ২৩ ফেব্রুয়ারী মঙ্গলবার রথীন চক্রবর্তীর সভাপতিত্বে এসময় বক্তারা বলেন, সামান্য অপরাধেই শিশুদের করা হচ্ছে নির্যাতন আর বেশীর ভাগ ক্ষেত্রেই হচ্ছে হত্যা। শিশু হত্যা কঠোর হাতে দমন করা না হয় তাহলে ভবিষ্যতে বাংলাদেশেরনতুন প্রজন্ম শূণ্য হয়ে যাবে। শিশু হত্যা সহ যেকোন হত্যাকান্ড, অন্যায় দ্রুত বিচার হয় না বলে বেপরোয়া হয়ে উঠছে খুনিরা। সরকারকে এদিকে অবশ্যই নজর দিতে হবে। শিশু হত্যা যেন প্রতিযোগীতায় পরিণত হয়েছে আজ। জাতিকে ভবিষ্যত শূণ্য করার এক গভীর অপতৎপরতা সর্বত্রই চলমান।

বক্তারা সরকারকে উদ্দেশ্য করে বলেন, প্রধানমন্ত্রী উন্নয়ন করছেন দেশ জুড়ে। কিন্তু সেই উন্নয়ন ভোগ করার মানুষই যদি না থাকলো তাহলে এ উন্নয়ন করা বৃথা। তাই অবিলম্বে আইনের শাসন কার্যকর করে বর্তমান অবস্থার উন্নতি করুন। নতুবা জনগণই একদিন আইন প্রতিষ্ঠার দায়িত্ব কাঁধে তুলে নিবে। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত, তারাই গড়ে তুলবে এ পৃথিবীকে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, খেলাঘর আসরের সাধারণ সম্পাদক ফারুক মহসিন, কেন্দ্রীয় কমিটির সম্পাদক জহিরুল ইসলাম জহির, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, কমিউিনিষ্ট পার্টির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, সিপিবি বাসদের সমন্বয়ক নিখিল দাস, সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল, প্রদিপ ঘোষ বাবু, ধিমান সাহা প্রমুখ।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত