নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে শিশু ধর্ষণের অভিযোগে বাচ্চু মিয়া (৪৬) নামে এক রিকশা চালককে গ্রেফতার করেছে পুলিশ। ২৩ জুন বৃহস্পতিবার সকালে পৌরসভার কৃষ্ণপুর চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বাচ্চু মিয়া নরসিংদীর মাধবদী কাঁঠালিয়া ইউনিয়নের শিবারকান্দী এলাকার মৃত কলিম উদ্দিনের ছেলে। এর আগে গত ২২ জুন রাতে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই শিশুর মা একজন পরিচ্ছন্নতা কর্মী। রিকশা চালক বাচ্চু মিয়া র্দীঘদিন ধরে ওই শিশুকে চকলেট-বিস্কিটসহ বিভিন্ন ধরনের খাবার কিনে দিতেন। এনিয়ে শিশুটির মায়ের সঙ্গে বেশ কয়েকবার বাক বিতণ্ড হয়। সুযোগ পেলেই শিশুটিকে ডেকে মজা কিনে দেওয়ার কথা বলে বিভিন্ন স্থানে রিকশা দিয়ে ঘুরে বেড়াতেন।
গত ২২শে জুন বুধবার গভীর রাতে শিশুর মা পৌরসভা বাজারে পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত ছিলেন। এ সময়ে সুযোগ বুঝে মজা খাওয়ানোর কথা বলে শিশুকে নিয়ে রিকশা চালক বাচ্চু মিয়া ঘুরতে যান। এক পর্যায়ে পৌরসভা বাজারের বাঁশপট্টি এলাকায় নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। পরে শিশুটির অবস্থা খারাপ হয়ে পড়লে তাকে থানার সামনে রেখে পালিয়ে যান।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, এ ঘটনায় শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। মামলা দায়েরের পরপরই আসামীকে গ্রেপ্তার করে দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।