নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। পরে কেক কাটার মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়। শনিবার সকালে উপজেলা পরিষদের সামনে কড়ইতলা মঞ্চে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতিক)। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভুইয়া, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ আসাদুজ্জামান, রূপগঞ্জ থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, মুড়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ আলমাস প্রমুখ। এদিকে, বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে ব্রাইট শিশু কানন হাই স্কুলের উদ্যোগে স্কুলের ২৫০ জন ছাত্রছাত্রীদের মাঝে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী‘ বই তুলে দেওয়া হয়।