শিশু আরাফাত হত্যা মামলার প্রধান আসামির আত্মসমর্পণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে অপহরণের পর ইট দিয়ে থেঁতলে স্কুল ছাত্র আরাফাত হত্যা মামলার প্রধান আসামী রিপন আদালতে আত্মসমর্পণ করেছে। ২২ ডিসেম্বর মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ মিল্টন মিয়ার আদালতে আত্মসমর্পণ করে। আত্মসমর্পণের খবর পেয়ে হত্যা মামলার তদন্তকারি অফিসার এসআই সিরাজদৌল্লাহ আত্মসমর্পণকারি রিপনকে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন জানান। আত্মসমর্পণকারি আসামি রিপন বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের লাউসার এলাকার ইসলাম মিয়ার ছেলে।

মামলার তদন্তকারি অফিসার এসআই সিরাজদৌল্লাহ গণমাধ্যম কর্মীদের জানান, বন্দর উপজেলার লাউসার গ্রামের  মদনপুর  ইউনিয়ন পরিষদ সাবেক সদস্য মো. রফিকুল ইসলাম মনার ছেলে, নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র  আরাফাত (১১) কে গত ১৫ ডিসেম্বর  রাত ৯ টার দিকে বিজয় দিবস উপলক্ষে বাড়ি পাশেই কনসার্ট অনুষ্ঠানে যায়। কনসার্ট থেকে ওই  রাতে বাড়ি ফেরার পথে একই এলাকার  ইসলাম মিয়ার ছেলে রিপনসহ আরো অজ্ঞাত নামা ২/৩ আরাফাতকে ধরে নিয়ে যায় বাড়ির পাশে পরিত্যক্ত এক স্কুল ভবনে। সেখানে নিয়ে প্রথমে ইট দিয়ে মাথা থেঁতলে দেয়। পরে গলা টিপে মৃত্যু নিশ্চত করে বাড়ির পাশে পুকুরে লাশ ফেলে দেয়। শুক্রবার সকালে   পুকুরে  লাশ  ভাসতে দেখে গ্রামবাসী ।

শনিবার রাতে নিহতের মা রিনজু বেগম বাদী হয়ে একই গ্রামের  ইসলাম মিয়ার ছেলে রিপন মিয়াকে প্রধান আসামি করে এবং রাব্বিসহ আরো ৪-৫ কে আজ্ঞাত আসামি করে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার প্রধান আসামি রিপন মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে আত্মসমর্পণ করে। আত্মসমার্পণকারি রিপনকে ৭ দিনের রিমান্ডের জন্য  আদালতে আবেদন করেছে। আসামিকে রিমান্ডে এনে  জিজ্ঞাসাবাদ করলে বলা যাবে কি কারণে হত্যাকান্ডটি ঘটিয়েছে।

add-content

আরও খবর

পঠিত