নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : দেশকে সামনের দিকে এগিয়ে নিতে শিক্ষার কোন বিকল্প নেই। তথ্য প্রযুক্তির যুগে আমাদের সন্তানদেরকে বিশ্বের সাথে তাল মিলিয়ে সু-শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। শিক্ষকদের পাশাপাশি পিতামাতাকেও সন্তানের শিক্ষার ব্যাপারে খোঁজ খবর নিতে হবে। সন্তান কি শিখছে, কার সাথে সঙ্গ দিচ্ছে সেদিকটাও খেয়াল রাখতে হবে অভিভাবকদের। শেফালী মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে, মঙ্গলবার বিকেলে আব্দুল গফুর ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ মাসুদ ভুঁইয়া এসব কথা বলেন।
শেফালী মডেল স্কুলের শিক্ষার্থীদের সংবর্ধণা,সাংস্কৃতিক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই শিক্ষার্থীদের মিলন মেলা ঘটে অনুষ্ঠানে। এনায়েতনগর ইউপির মেম্বার আলহাজ্ব আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে,প্রধান অতিথি হিসেবে আব্দুল গফুর ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মাসুদ ভূঁইয়া উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট সমাজ সেবক হাজী মো.আব্দুল হামিদ,এনায়েতনগর ইউপির সাবেক মহিলা মেম্বার তাসলিমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন শেফালী মডেল স্কুলের প্রতিষ্ঠাতা বিশ্বজিৎ দাস।
মাসুদ ভূঁইয়া আরো বলেন,এখন বিভিন্ন পাড়া মহল্লায় স্কুল গড়ে উঠেছে। এটা শুভ লক্ষণ। তবে কিছু কিছু স্কুলের বিরুদ্ধে কমার্শিয়াল হয়ে উঠার সংবাদ মিডিয়ায় দেখতে পাই। যা দুঃখ জনক। এনায়েতনগরে অন্যান্ন স্কুলের সাথে শেফালী মডেল স্কুল সুনামের সাথে শিক্ষা দান করছে। যতদূর জানতে পেরেছি এই বিদ্যালয়ে পাশের হারও ভাল। শিশুদের সঠিক শিক্ষাদানে এই স্কুলটি এগিয়ে যাবে এটাই আশা কারি।
এসময় আরো উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের অধ্যক্ষ সানজিদা ইসলাম, স্কুলের ইনচার্জ নুরুন্নাহার মুন্নি,শিক্ষিকা শিউলি আক্তার,লিপি আক্তার,সালমা আক্তার,নার্গিস,রাজিয়া সুলতানা,নাজিম উদ্দিনস মাহফুজুর রহমান,তাওহিদুল প্রমুখ। অনুষ্ঠানে শেফালী মডেল স্কুলের পিইসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদেরকে পুরস্কার বিতরণ করা হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।