শিমলা এখন কোথায় ?

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : এক সময়ের আলোচিত নায়িকা শিমলা। অভিষেক ছবিতেই শ্রেষ্ঠ অভিনেত্রীর ক্যাটাগরিতে বাজিমাত করে জিতেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে এক সময়ের আলোচিত এই নায়িকাকে নিয়ে এখন আর আলোচনা নেই। প্রায় দশ বছর হলো ক্যারিয়ারে ভাটা চলছে।

এবার নতুন করে আলোচনায় এলেন (ম্যাডাম ফুলি) খ্যাত এই নায়িকা। কাজ নিয়ে নয়, আলোচনায় এলেন ভিন্ন ইস্যু নিয়ে। ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমান ময়ূরপঙ্খী উড়োজাহাজ ছিনতাইকারী করেছিলেন মাহমুদ পলাশ নামে এক ব্যক্তি। তার অন্য পরিচয় হচ্ছে চিত্রনায়িকা শিমলার স্বামী তিনি।  এ সূত্র ধরেই আলোচনায় শিমলা। ২৪ বছর বয়সী পলাশের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামে।

সূত্রে জানা যায়, পলাশের দ্বিতীয় স্ত্রী ছিল শিমলা। তাদের দাম্পত্যে ফাটলের কারণে পরবর্তীতে বিচ্ছেদ হয়। আর এতে শিমলারই মত ছিল। পলাশ সেটি মেনে নিতে পারেননি। হতাশায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি বিমান ছিনতাইয়ের মতো কাণ্ড ঘটাতে চেয়েছেন।

যে নায়িকার বিচ্ছেদ বিরহে বিমান ছিনতায়ের এমন ঘটনা। সে নায়িকা এখন কই? প্রশ্ন অনেকের। শিমলা এক সময় মগবাজারের ডাক্তার গলিতে থাকতেন। এখন সেখানে নেই তিনি। মুঠোফোনও বন্ধ। কিছুদিন উত্তরায় থাকছেন বলে তথ্য দিয়েছেন এ নায়িকার একসময়ের ঘনিষ্ঠ পরিচালক বন্ধু।

তাহলে কোথায় আছেন শিমলা? খোঁজ নিয়ে জানা গেছে, দশ বছরের ক্যারিয়ার ভাটা চলায় নায়িকা থাকছেন না দেশে। বর্তমানে ভারতের মুম্বাইয়ে থাকছেন শিমলা। সেখানে মীরা রোড নামের একটি এলাকায় দীর্ঘ দিন ধরেই বসবাস করছেন।

এদিকে তার সর্বশেষ অভিনীত ছবি ছিল (নিষিদ্ধ প্রেমের গল্প)। এর পরিচালক রুবেল আনুশ। ছবিটির শুটিং ফাঁসানো পরিচালকের সঙ্গে নানা কাণ্ডে আলোচনায় ছিলেন শিমলা।

add-content

আরও খবর

পঠিত