নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : একটি অরাজনৈতিক কল্যানমূলক সংগঠন শিকড় এর উদ্যোগে ২য় বারের মত নারায়ণগঞ্জে বিনামূল্যে চক্ষু পরীক্ষা সেবা প্রদান করা হয়েছে। ২৮ আগস্ট শুত্রবার দুপুরে দেওভোগ পানির ট্যাংকি স্কুল মাঠ সংলগ্ন সংগঠনটির নিজ কার্যালয়ে নারায়ণগঞ্জ চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষার কর্মসূচির আয়োজন করা হয়।
এদিকে, বিনামূল্যে চক্ষু পরীক্ষার আয়োজনে এ সময় প্রায় ১০৫ জন রোগীকে চক্ষু সেবা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানকালে এ সময় উপস্থিত ছিলেন শিকড় এর সভাপতি মো. আল জোবায়েদ হৃদয়, সাধারন সম্পাদক মো. নির্জর রাসেল ও সংগঠনের সকল সদস্যবৃন্দ।