শিক্ষার্থীদের গণরোষে আ.লীগ নেতা চন্দনশীল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জে চতুর্থ দিনের মতো চলমান শিক্ষার্থীদের আন্দোলনের মাঝে গণরোষে পড়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের বন্ধু ও মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বাবু চন্দনশীল। ৪ আগষ্ট শনিবার সকাল ১১ টার দিকে নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোডের জালকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায় রাস্তার মাঝখানে প্রাইভেটকারের ভেতরে চন্দনশীল কে দুই পুলিশ শান্ত করার চেষ্টা করছেন। এবং একজন পুলিশ সদস্য ড্রাইভিং সিটে বসা। তিনি বলছেন ভাই গাড়িটা সাইডে নিয়ে যাই। রাস্তায় জ্যাম লেগে গেছে। তখন চন্দনশীল বলেন, কোথায়ও যামু না। আমার ড্রাইভারের গায়ে হাত দিছে! কিন্তু দুই পুলিশ সদস্য তাকে বার বার অনুরোধ করছেন থামানো জন্য। এবং নিরাপদে সরিয়ে নেয়ার জন্য।

এক পর্যায়ে চন্দনশীল চিৎকার করে বলেন, যা হওয়ার হবে, আমি যাবো না। কোথাও কিচ্ছু করমু না, আমি মইরা যামু তখন শিক্ষার্থীরা চিৎকার করে বলেন, আপনি মইরা যান, আমরা ভিডিও করতাছি, সমস্যা নাই। আর -ভুয়া ভুয়া- বলে শ্লোগান দিতে থাকে। এক পর্যায়ে পুলিশ সদস্য চন্দনশীলের পায়ে ধরে বিনতী করেন। তারপরও চন্দনশীল গো ধরে থাকেন। এসময় শিক্ষার্থীরা চিৎকার করে আবারো ভুয়া ভুয়া শ্লোগান দেয় এবং বলে আপনি তার পা ধরছেন ক্যান ? এসময় চন্দনশীল মোবাইলে কাউকে ফোন করা চেষ্টা করেন। তখন শিক্ষার্থীরা তার প্রাইভেটকারের আঘাত করতে থাকে। এবং চিৎকার চেচামেচি করেন।

add-content

আরও খবর

পঠিত