নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে কলেজটির শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় চাষাঢ়ায় সরকারি মহিলা কলেজের মূল ফটকের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ ও মিছিল করেন।
বিক্ষোভে উপস্থিত ছিলেন, ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি ফারহানা মানিক মুনা, মহিলা কলেজের শিক্ষার্থী সাদিকা ইসলাম ইরিন, সাবরিনা মেহজাবীন, লাবণী আক্তার ও কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।
বিক্ষোভে বক্তারা বলেন, প্রশাসনের কাছে আমাদের স্পষ্ট দাবি—কোনো টালবাহানা নয়, ধর্ষণের শিকার হওয়া আমাদের সহপাঠীর জন্য দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। যে যত প্রভাবশালী হোক না কেন, অপরাধীর বিচার হতে হবে।
তারা আরও বলেন, নারায়ণগঞ্জের নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। প্রতিদিন আমরা রাস্তায় বের হই, কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগতে চাই না।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি, ফতুল্লায় এক শিক্ষার্থীকে তার স্বামীর নির্যাতনের ভিডিও দেখিয়ে ও হত্যার হুমকি দিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। ঘটনার দিন রাতে থানায় গেলেও ৮ দিন পর, গত মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাতে মামলা রেকর্ড ও স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বিক্ষোভকারীরা দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।