নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ে ছাত্র নির্যাতন ও শিক্ষক লাঞ্চিতের ঘটনা ফের ঘনীভূত হতে চলেছে। ৭দিন ছুটির পর ১৯ জুলাই মঙ্গলবার তার যোগদানের কথা থাকলেও তাকে বিদ্যালয়ে গিয়ে পাওয়া যায়নি। তার উপস্থিতির খবর জানতে সরেজমিনে বিদ্যালয়ে গেলে বিদ্যালয়ের গণিত শিক্ষক মোশারফ হোসেন জানান, ১৮ জুলাই সোমবার সকাল সাড়ে ৯টায় প্রধাণ শিক্ষক শ্যামল কান্তি ভক্ত তাকে ফোন দিয়ে গোপালগঞ্জে অবস্থান করছেন বলে জানান। মঙ্গলবার কর্মস্থলে যোগদানের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, সোমবার বিকালে তিনি ফিরবেন এবং অবশ্যই যথাসময়ে কর্মস্থলে যোগ দিবেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্যামল কান্তি ভক্তর বিদ্যালয়ে যোগদানের খবর পাওয়া যায়নি।
এদিকে মঙ্গলবার শ্যামল কান্তিকে চাকুরী হতে বরখাস্ত এবং সুষ্ঠ বিচারের দাবি জানিয়ে বিভিন্ন স্থানে পোষ্টারিং লক্ষ্য করা গেছে। পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক এবং সর্বস্তরে জনগণের বরাত দিয়ে প্রচারিত পোষ্টারে লেখা রয়েছে আল্লাহ রাসুলের কটুক্তিকারী ও মহামান্য হাই কোর্টের নির্দেশ অমান্য করে ছাত্র নির্যাতনকারী পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক শ্যামল কান্তি ভক্তর চাকুরী হতে বরখাস্ত এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয়। এ ঘটনায় গোটা কল্যান্দী এলাকায় ফের তোলপাড় সৃষ্টি করে।
Great Website, Preserve the very good work. Thanks! yaela in Belgien ohne ärztliche Verschreibung