শিক্ষক, ছাত্র ও বিভিন্ন পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গীবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে- মধুমিতা চক্রবর্তী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ সরকারী তোলারাম বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ মধুমিতা চক্রবর্তী বলেন, জঙ্গীবাদ এখন জাতীয় সমস্যা, তাই শিক্ষক ছাত্র ও সমাজের বিভিন্ন পেশার মানুষকে এ বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গীবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অন্যথায় সমাজ থেকে সন্ত্রাস ও জঙ্গীবাদ মোকাবেলা করা যাবেনা। ১ লা আগস্ট সোমবার সকাল ১১ টায় সরকারী তেলারাম বিশ্ববিদ্যালয় কলেজ সম্মুখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ঘোষনা অনুযায়ী মানববন্ধন কর্মসূচী পালন করে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতিকে মুক্ত করতে এ দেশ স্বাধীন করেছিলেন। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ ভিশন বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এ জন্য প্রয়োজন তাকে সহযোগীতা করা। এদেশে বাঙ্গালী জাতির হাজারো বছরের ঐতিহ্য রয়েছে। তাই আমরা সকল সম্প্রদায়ের মানুষ ঐকবদ্ধতা বজায় রেখে সম্মিলিতভাবে চলতে চাই। সন্ত্রাস নয় শান্তি চাই, সন্ত্রাস মুক্ত জীবন চাই।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ মোদক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের বুকের তাজার রক্ত দিয়ে প্রমান করেছেন বাঙ্গালী জাতিকে তিনি কতটুকু ভালোবাসতেন। তার জীবনে বেশীর ভাগ সময়ই পাক বাহিনীর অত্যাচার জুলুম সহ্য করে কারাগারে কাটিয়েছেন। তবুও তিনি বাঙ্গালীর মুক্তির জন্য কখনো পাকিস্তানের সঙ্গে আপোষ করেননি। বাংলার মানুষের জন্য তিনি সব সময়ই চেয়েছিলেন এ দেশটাকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে। আজকে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তুলতে নিররস ভাবে কাজ করে চলেছেন।

তিনি আরো বলেন, তার উন্নয়ন কর্মকান্ডে ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্রকারীরা সন্ত্রাস ও জঙ্গীবাদকে মদদ দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করতে চাইছে। যেমনি ভাবে দেশ স্বাধীন হওয়ার পূর্বে ও বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেও হত্যাকারীদের ষড়যন্ত্র এখনো  থেমে নেই। তাই আসুন ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রকে মোকাবেলা করে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে জঙ্গী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি।

এ সময় আরো বক্তব্য রাখেন, ইতিহাস বিভাগের প্রধান মোঃ বদরুল আলম, রসায়ন বিভাগের প্রধান রতন কুমার সাহা, ইংরেজি বিভাগের প্রধান আবুল কাশেম, শিক্ষক মির্জা আলী ওসমান, মোঃ নুরুজ্জামান, তোলারাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ শাহজালাল, মোঃ মিল্টন, মোঃ হোসেন প্রমুখ।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত